শপথের মাত্র একদিন পরেই বাল্যবিবাহ

জানা গেছে, উপজেলার বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে অস্টম শ্রেনীর ছাত্রী ও উত্তর মাদ্রা গ্রামের সমীর রায়ের কন্যা দিথী রানী রায়ের (১৩) সাথে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার সমীর বালা (২০) সাথে পারিবারিক ভাবে গত বুধবার রাতে বিয়ের দিন ধার্য্য হয়। কিশোরী দিথীর কাছে বাল্য বিবাহর সু-ফল ও কু-ফল সম্পর্কে জানতে চাইলে দিথী মাথা লাড়িয়ে হ্যা সুচক উত্তর দেয়। বিয়ে বাড়িতে উপস্থিত ওই গ্রামের লক্ষী কান্ত রায়ের কাছে দিথীর বিয়ে সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আগে বিয়ে সম্পর্কে জানিনি। যখন জেনেছি তখন দিথী যেন লগ্ন ভ্রষ্টা না হয় সেজন্য কোন প্রতিবাদ করিনি। এনজিও উন্নয়ন প্রচেষ্ঠার নির্বাহী পরিচালক মোঃ শাহজাহান কবীর দিথীর বাল্য বিবাহ সম্পর্কে বলেন, বাল্যবিবাহ মুক্ত গৌরনদী ঘোষনা দেয়ার মাত্র একদিন পর গৌরনদীতেই বাল্যবিবাহের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ ব্যাপারে প্রশাসনের ব্যবস্থা নেয়া উচিত।
গৌরনদী থানার অফিসার ইনচার্জ (চলতি দায়িত্ব) এস.আই মিজানুল ইসলামের কাছে বাল্য বিবাহ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমাদের কাছে কেউ অভিযোগ করেনি। গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ আলম খান বাল্য বিবাহ সম্পর্কে বলেন, আগে জানলে বিয়ের সকল আয়োজন বন্ধ করা যেত। ভবিষ্যতে যেন আর বাল্যবিবাহ না হয় সেজন্য সজাগ দৃষ্টি রাখা হবে।