বরিশালের আওয়ামীলীগ নেতা শেখ মোবারক আর নেই

শ্রম বিষয়ক সম্পাদক সাবেক কাউন্সিলর শেখ মোবারক আলী দীর্ঘদিন রোগ ভোগের পর গতকাল ৭ ফেব্রুয়ারী ভোর রাত সোয়া ৪ টায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন ( ইন্না নিল্লাহে……রাজেউন) । মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬৪ বছর । তিনি ভাই,বোন ও একটি পালক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন ।

এদিকে তার মৃত্যু সংবাদ শুনে তার বাস ভবনে ছুটে জান বরিশাল-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এ্যাড. তালুকদার মোঃ ইউনুস সহ জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ । পরে বেলা সাড়ে ১২ টায় নিয়ে আসাহয় তার প্রিয় সংগঠন জেলা আওয়ামী লীগের কার্যালয় নগরীর সোহেল চত্বরে । সেখানে তার প্রতি শেষ শ্রদ্ধা জানান, জেলা আওয়ামীলীগ, মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, মুক্তি যোদ্ধা সংসদ, বরিশাল সিটি কর্পোরেশনের কাউন্সিলর বৃন্দ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, ছাত্রলীগ ।

পরে দলীয় কার্যালয়ের সামনে বেলা ১ টায় তার প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয় । বাদ যোহর দ্বিতীয় জানাযা তার নিজ এলকা চকবাজার এবায়দুল্লাহ জামে মসজিদে অনুষ্ঠিত হয় । পরে তাকে রাষ্ট্রিয় মর্যাদায় বরিশাল মুসলিম গোরস্থানে দাফন করা হয় ।

এদিকে তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন, আওয়ামী লীগের কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য,জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ, মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক বিসিসি মেয়র এ্যাড. শওকত হোসেন হিরন, তালুকদার মোহাম্মাদ ইউনুস এমপি, জনতা ব্যাংকের পরিচালক এ্যাড. বলরাম পোদ্দার, আওয়ামী লীগ নেতা মশিউর রহমান খান, জেলা যুবলীগ সভাপতি জাকির হোসেন, সাবেক ছাত্র লীগ নেতা বরিশাল কলেজের সাবেক ভিপি ফরহাদ বিন আলম জাকির, ছাত্র লীগ জেলা সভাপতি মিলন ভূইয়া, বিএম কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শুভসেন, রফিক সেরনিয়াবাত, ফাতেমা মমতাজ মলি, ছনিয়া আক্তার প্রমূখ ।