গৌরনদীর খাঞ্জাপুর ইউনিয়ন যুবলীগের কমিটি গঠন
বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন যুবলীগের কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মোঃ হারিছুর রহমান হারিছ ও যুগ্ন আহবায়ক মোঃ আনিসুর রহমান আনিসের স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানা গেছে, সম্মেলনের মাধ্যমে এমদাদ হোসেন হাওলাদারকে সভাপতি, রফিকুল ইসলাম সবুজকে সাধারন সম্পাদক ও গিয়াস মৃধাকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট খাঞ্জাপুর ইউনিয়ন যুবলীগের একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হচ্ছেন-সহসভাপতি লিটন বেপারী, আজিজুল হক মাতুব্বর, এইচ.এম রুবেল সরদার, যুগ্ন সম্পাদক বি.এম ফরিদ, হেমায়েত উদ্দিন আকন, প্রচার সম্পাদক ফিরোজ সেরনিয়াবাত ও দপ্তর সম্পাদক আশীষ দাস।