প্রতিবন্ধী শিশুদের কল্যানে পিএসবিএস’র বছরব্যাপী প্রশিক্ষণ

ন্যায় মাথা তুলে দাঁড়াতে পারে। এ বাক্যকে সামনে রেখে প্রতিবন্ধীদের কল্যানে বছরব্যাপী প্রশিক্ষণ শুরু করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বরিশালের গৌরনদী উপজেলার পল্লী সেবা বহুমুখী সমাজসেবী সংগঠন (পিএসবিএস)।

প্রতিবন্ধীপ্রতিবন্ধীদের স্বাস্থ্য শিক্ষা প্রদান ও সামাজিক ভাবে আত্মনির্ভরশীল করার লক্ষ্যে গত জানুয়ারি মাস থেকে আনুষ্ঠানিক ভাবে এ কর্মসূচীর যাত্রা শুরু হয়। ১২ জন প্রতিবন্ধী শিশুদের আত্মনির্ভরশীর করে গড়ে তোলার জন্য আগামি ডিসেম্বর মাস পর্যন্ত প্রশিক্ষণ প্রদান করা হবে। এছাড়াও প্রতিবন্ধী শিশুরা দুঃস্থ্য পরিবারের বিধায় প্রশিক্ষনের পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে প্রতিমাসে তাদের প্রত্যেক পরিবারকে এক হাজার টাকা করে নগদ অনুদান প্রদান করা হয়। উপজেলার ধানডোবা গ্রামের প্রতিবন্ধী শিশু আবু বক্কর (১০) এখানকার প্রশিক্ষনার্থী। তার বাবা ফিরোজ হাওলাদার নিজেও একজন মানষিক রোগী। এ কারনে তার মা শিশু আবু বক্করকে ফেলে অন্যত্র চলে যায়। প্রতিবন্ধী আবু বক্করকে তার বৃদ্ধ দাদি প্রতিপালন করছে। ধুরিয়াইল গ্রামের রিকসা চালক জয়নাল হাওলাদারের কন্যা পপি (১২)। চার ভাই-বোনের মধ্যে সে মেঝ। পপির উচ্চতা মাত্র ৩ ফুট ১ ইঞ্চি। বড়কসবা গ্রামের জেলে রিপন মালোর পুত্র গোপাল মালো (৫) শারিরিক প্রতিবন্ধী। সে বুকে ভর করে চলাফেরা করে। উত্তর বাউরগাতি গ্রামের কৃষক সৈয়দ আলী খানের কন্যা পপি খানম (২০) জন্ম থেকেই বোবা। তার অন্য চারবোনের বিয়ে হলেও সুদর্শনা পপি এখনো অবিবাহিত। এ নিয়ে তার পরিবার চিন্তিত।

অতিসম্প্রতি পপি তার বাবার সাথে এসেছিলো পিএসবিএসের প্রধান কার্যালয়ে। তিনি ওই সংগঠনের চেয়ারম্যান আকন আজাদের সাথে সাক্ষাত করলে তিনি (আকন আজাদ) পপির বিয়ের সমস্ত দায়ভার গ্রহন করেন। আকন আজাদ বলেন, প্রতিবন্ধীরা পৃথিবী সম্পর্কে বোঝেনা। এদের সাথে কেউ মিশতে চায়না। তাই এদের আত্মনির্ভরশীল করার লক্ষ্যে সংগঠনের মাধ্যমে শিক্ষা কার্যক্রম চালু করা হয়েছে। ইতোমধ্যে ৪২ জন প্রতিবন্ধী ব্যক্তিদের প্রশিক্ষণ শেষে বিনামূল্যে সেলাই মেশিন দেয়া হয়েছে। ভবিষ্যতে প্রতিবন্ধীদের জন্য পিএসবিএস সংগঠন আরো বেশি সহায়তা করবে বলেও তিনি উল্লেখ করেন।

10-02-11 Bs

cÖwZeÜx wkï‡`i Kj¨v‡b ‡MŠib`xi

wcGmweGmÕi eQie¨vcx cÖwk¶Y

‡LvKb Avn‡¤§` nxiv, ‡MŠib`x ‡_‡K \ cÖwZeÜxiv GLb Avi mgv‡Ri ‡evSv bq-my‡hvM myweav ‡c‡j ZvivI mgv‡Ri Ab¨vb¨‡`i b¨vq gv_v Zz‡j `uvov‡Z cv‡i| G evK¨‡K mvg‡b ‡i‡L cÖwZeÜx‡`i Kj¨v‡b eQie¨vcx cÖwk¶Y ïi“ K‡i‡Q ‡¯^”Qv‡mex msMVb ewikv‡ji ‡MŠib`x Dc‡Rjvi cj­x ‡mev eûgyLx mgvR‡mex msMVb (wcGmweGm)|

cÖwZeÜx‡`i ¯^v¯’¨ wk¶v cÖ`vb I mvgvwRK fv‡e AvZ¥wbf©ikxj Kivi j‡¶¨ MZ Rvbyqvwi gvm ‡_‡K AvbyôvwbK fv‡e G Kg©m~Pxi hvÎv ïi“ nq| 12 Rb cÖwZeÜx wkï‡`i AvZ¥wbf©ikxi K‡i M‡o ‡Zvjvi Rb¨ AvMvwg wW‡m¤^i gvm ch©š— cÖwk¶Y cÖ`vb Kiv n‡e| GQvovI cÖwZeÜx wkïiv `yt¯’¨ cwiev‡ii weavq cÖwk¶‡bi cvkvcvwk msMV‡bi c¶ ‡_‡K cÖwZgv‡m Zv‡`i cÖ‡Z¨K cwievi‡K GK nvRvi UvKv K‡i bM` Aby`vb cÖ`vb Kiv nq| Dc‡Rjvi avb‡Wvev MÖv‡gi cÖwZeÜx wkï Avey e°i (10) GLvbKvi cÖwk¶bv_©x| Zvi evev wd‡ivR nvIjv`vi wb‡RI GKRb gvbwlK †ivMx| G Kvi‡b Zvi gv wkï Avey e°i‡K ‡d‡j Ab¨Î P‡j hvq| cÖwZeÜx Avey e°i‡K Zvi e„× `vw` cÖwZcvjb Ki‡Q| aywiqvBj MÖv‡gi wiKmv PvjK Rqbvj nvIjv`v‡ii Kb¨v cwc (12)| Pvi fvB-‡ev‡bi g‡a¨ ‡m ‡gS| cwci D”PZv gvÎ 3 dzU 1 BwÂ| eoKmev MÖv‡gi †R‡j wicb gv‡jvi cyÎ ‡Mvcvj gv‡jv (5) kvwiwiK cÖwZeÜx| ‡m ey‡K fi K‡i Pjv‡div K‡i| DËi evDiMvwZ MÖv‡gi K…lK ˆmq` Avjx Lv‡bi Kb¨v cwc Lvbg (20) Rb¥ ‡_‡KB ‡evev| Zvi Ab¨ Pvi‡ev‡bi we‡q n‡jI my`k©bv cwc GL‡bv AweevwnZ| G wb‡q Zvi cwievi wPwš—Z| AwZm¤cÖwZ cwc Zvi evevi mv‡_ G‡mwQ‡jv wcGmweG‡mi cÖavb Kvh©vj‡q| wZwb IB msMV‡bi ‡Pqvig¨vb AvKb AvRv‡`i mv‡_ mv¶vZ Ki‡j wZwb (AvKb AvRv`) cwci we‡qi mg¯— `vqfvi MÖnb K‡ib| AvKb AvRv` e‡jb, cÖwZeÜxiv c„w_ex m¤ú‡K© ‡ev‡Sbv| G‡`i mv‡_ †KD wgk‡Z Pvqbv| ZvB G‡`i AvZ¥wbf©ikxj Kivi j‡¶¨ msMV‡bi gva¨‡g wk¶v Kvh©µg Pvjy Kiv n‡q‡Q| B‡Zvg‡a¨ 42 Rb cÖwZeÜx e¨w³‡`i cÖwk¶Y ‡k‡l webvg~‡j¨ ‡mjvB ‡gwkb ‡`qv n‡q‡Q| fwel¨‡Z cÖwZeÜx‡`i Rb¨ wcGmweGm msMVb Av‡iv ‡ewk mnvqZv Ki‡e e‡jI wZwb D‡j­L K‡ib|

 

 

‡LvKb Avn‡¤§` nxiv

‡MŠib`x, ewikvj|

01721874037