পাপ ক্ষয় তথা পূন্য অর্জনের জন্য পূর্ন ব্রক্ষ্ম হরি চাঁদ ঠাকুরের লিলাভূমি গোপালগঞ্জের ওড়াকান্দির ন্যায় আগামিকাল শনিবার মধু কৃষ্ণা ত্রয়দর্শী তিথিতে বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়ার বিভিন্ন এলাকায় তীর্থ স্নানের আয়োজন করা হয়েছে।
হরিভক্ত মনীষ চন্দ্র বিশ্বাস ও প্রবীর বিশ্বাস ননী জানান, ইতোমধ্যে তীর্থ যাত্রীরা ঢাক-ঢোল, কাশ-করোতাল, নাগরা, সিংয়া বাজিয়ে মতুয়া পতাকা উড়িয়ে হরিবোল ধ্বনি তুলে তীর্থ স্থান ওড়াকান্দির ন্যায় বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়ার বাঘার, আগৈলঝাড়ার পশ্চিম মোল্লাপাড়া, তালের বাজার, আস্কর ও ঘন্ডেশ্বরে আগমন করছেন। এ উপলক্ষে বাঘার এলাকায় গতকাল শুক্রবার থেকে মেলা বসেছে।