বরিশাল সিভিল সার্জন অফিসে সন্ত্রাসী হামলা

স্টোরে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। হামলায় স্টোরের নিরাপত্তা কর্মী গুরুতর আহত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহতর নাম হারুন অর রশীদ (৪০)। এ ঘটনায় শুক্রবার কাউনিয়া থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে।

জানা গেছে, নগরীর আমানতগঞ্জ বক্ষ্যব্যাধি হাসপাতাল সংলগ্ন স্থানে সিভিল সার্জন অফিসের ডিআরএস স্টোর অবস্থিত। ডিআরএস স্টোরের পাশে পরিবার পরিকল্পনার স্টোর রয়েছে। সেখানে মিজানুর রহমান ও রফিকুল ইসলাম নামের দু’ব্যাক্তি আনসারের দায়িত্ব পালন করে আসছে। মিজান ও রফিকের যোগশাজসে পরিবার পরিকল্পনার স্টোরে স্থানীয় সন্ত্রাসী ও বখাটেরা ফেন্সিডিল সেবন, জুয়ার আড্ডাসহ নানাবিধ অপকর্ম করে আসছিল। শুক্রবার রাতে বখাটেরা মাদক সেবন শেষে পার্শ্ববর্তী ডিআরএস স্টোরের দায়িত্ব পালনরত নিরাপত্তা কর্মী হারুন অর রশীদের নিকট স্টোরের অভ্যন্তরে জুয়ার আড্ডা বসাতে চাবী চায়। এতে নিরাপত্তা কর্র্মী হারুন অর রশীদ প্রতিবাদ করলে বখাটেরা সন্ত্রাসী হামলা চালায়। বখাটেদের মধ্যে রয়েছে আমানতগঞ্জ এলাকার জব্বার মিয়ার পুত্র সজিব, কলমআলী খানের পুত্র জিকু, ইউনুছ সরদারের পুত্র আকবর ও বায়েজিত। তাদের হামলায় হারুন অর রশীদের রক্তাক্ত জখম হন। হামলার পর সন্ত্রাসীরা বীর দর্পে স্থান ত্যাগ করে।

পরে কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বরিশাল জেলা সিভিল সার্জন বলেছেন তিনি ঘটাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টির তিনি পর্যালোচনা করে যথাযথ সিদ্ধান্ত নিবেন বলে মন্তব্য করেন।