বরিশালের গৌরনদী উপজেলার জাতীয় সংবাদ পত্রের হকার মোঃ হারুন খানের দাদী আমেনা বেগম(৭০) বার্ধ্যক জনিত কারনে বৃহস্পতিবার রাতে নিজ বাড়ি উপজেলার বড় কসবা গ্রামে ইন্তেকাল করেন (ইন্নানিল্লাহে…….. রাজেউন)। তিনি ৩ পুত্র ও বহু নাতী নাতনী রেখে গেছেন। গতকাল শুক্রবার বাদ জুম্মা মরহুমার জানাজা শেষে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়।