সালিশ বৈঠকে হামলার ঘটনায় পাল্টা পাল্টি মামলা দায়ের

পাল্টাপাল্টি মামলা দায়ের করা হয়েছে। হামলার ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য প্রতিপক্ষের লোকজনে উল্টো ভাংচুর ও লুটপাটের মামলা দায়ের করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার কুতুবপুর গ্রামের।

উপজেলার পূর্ব গরঙ্গল গ্রামের দিনমজুর সোহরাব খান গতকাল শনিবার দুপুরে গৌরনদী প্রেসক্লাবে উপস্থিত হয়ে অভিযোগ করেন, তুচ্ছ ঘটনার জেরধরে গত ৪ ফেব্র“য়ারি বিকেলে তার পুত্র রিপন খানের সাথে পাশ্ববর্তী বাড়ির আফসের খানের পুত্র রাকিব খানের হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার জেরধরে ওইদিন রাতে পাশ্ববর্তী কুতুবপুর গ্রামের জলিল চৌকিদারের বাড়িতে সালিশ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠক চলাকালীন সময় রকিবের চাচাতো ভাই শাহিন খান ও তার সমর্থকেরা অর্তকিত ভাবে রিপন, তার ভাই ইব্রাহিম খান ও তাদের লোকজনদের ওপর হামলা চালায়। হামলায় ইব্রাহিম খান ও রিপন খান রক্তাক্ত জখম হয়। গুরুতর আহতদের গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগে আরো জানা গেছে, হামলার ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য শাহিন ও তার লোকজনে নিজেদের বসত ঘরে ভাংচুরের নাটক সাজিয়ে থানায় একটি মামলা দায়ের করে। শাহিনের পিতা মফসের খান বাদি হয়ে আহত ইব্রাহিম খান, রিপন খানসহ ৫জনকে আসামি করে ৬ ফেব্র“য়ারি থানায় মামলা দায়ের করেন। অপরদিকে হামলার ঘটনায় গত ৮ ফেব্র“য়ারি দিনমজুর সোহরাব খান বাদি হয়ে ৯ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। সোহরাব খান আরো অভিযোগ করেন, মামলা উত্তোলনের জন্য তাকে প্রভাবশালী প্রতিপক্ষের লোকজনে বিভিন্ন ধরনের ভয়ভিতীসহ প্রাণনাশের হুমকি দিচ্ছে। প্রভাবশালীদের অব্যাহত হুমকির মুখে অসহায় দিনমজুর সোহরাব খান এখন চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন। এ ব্যাপারে তিনি গৌরনদী থানার অফিসার ইনচার্জ ওসি’র আশু হস্তক্ষেপ কামনা করেছেন।