ইরি ব্লকের পানি ছাড়াকে কেন্দ্র করে হামলায় মহিলাসহ ৫ জন আহত

৫জনকে কুপিয়ে জখম করেছে প্রভাবশালীরা। গুরুতর আহত দু’জনকে বরিশাল শেবাচিম ও অন্যান্যদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার সকালে বরিশালের গৌরনদী উপজেলার সীমান্তবর্তী আগৈলঝাড়ার দাসেরহাটখোলা নামক এলাকায়।

প্রত্যক্ষদর্শী ও আহত সূত্রে জানা গেছে, আগৈলঝাড়ার মধ্য শিহিপাশা গ্রামের ইরি ব্লকের ম্যানেজার দক্ষিণ শিহিপাশা গ্রামের আলমগীর সরদারের পুত্র মনির হোসেন সরদার ব্লকের পানি নেয়ার সুবিধার্থে দাসেরহাটখোলা ও গৈলার ঘটকের পোল এলাকার খালের মধ্যে বাঁধ দিয়ে পানি মজুত করে রাখেন। গতকাল শনিবার ভোরে পাশ্ববর্তী গৌরনদীর নাঠৈ গ্রামের প্রভাবশালী রফিক সরদার, বাবু সরদার, পলাশ হোসেন ও সম্রাটের নেতৃত্বে ১০/১২ যুবক ব্লকের জন্য খালের মধ্যে বাঁধ দিয়ে মজুত করে রাখা পানির বাঁধ কেটে দিয়ে মাছ ধরা শুরু করে। খবর পেয়ে শনিবার সকাল দশটার দিকে ব্লক ম্যানেজার মনির সরদার ঘটনাস্থলে পৌঁছে তাদের প্রতিবাদ করে। এতে ক্ষিপ্ত হয়ে প্রভাবশালী ওই যুবকেরা হামলা চালিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে ব্লক ম্যানেজার মনির হোসেন সরদার, তার ভাই জাকির সরদার, জহিরুল সরদার, মা রুবি বেগম, বোন রুবি বেগমকে। আহত মনির হোসেন অভিযোগ করে বলেন, হামলাকারীরা তার সাথে থাকা নগদ ২৭ হাজার টাকা, মোবাইল ফোন ও ব্যবহৃত মটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায়। গুরুতর আহত জাকির হোসেন ও মনির হোসেনকে বরিশাল শেবাচিম ও অন্যান্যদের গৌরনদী ও আগৈলঝাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।