পুত্র ড. কাজী মাহমুদুল হাসান চঞ্চলের উদ্যোগে গতকাল শনিবার বিকেলে বরিশালের গৌরনদী উপজেলার বড়কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন, পোষাকসহ ১টি কম্পিউটার প্রদান করা হয়।
এ উপলক্ষে স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় ম্যানেজিং কমিটি সভাপতি খাদিজা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য এডভোকেট তালুকদার মোঃ ইউনুস। প্রধান বক্তা ছিলেন ড. কাজী মাহমুদুল হাসান চঞ্চল। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেন ফারুক, আলহাজ্ব মোঃ আলাউদ্দিন ভূঁইয়া, পৌর কাউন্সিলর কাজী তৌফিক ইসলাম স্বজল। বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি টি.এম আলতাফ হোসেন, প্রধান শিক্ষক মোঃ কুতুবউদ্দিন, শিক্ষানুরাগী বেনু বেগম, কাজী নুরুল মতিন, কাজী সাইনুল হক, কাজী সাইফুল ইসলাম প্রমুখ।