অসহায় ঐ পরিবারটির বসতঘর ভেঙে দেওয়ায় খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে। স্থানীয় নির্বাচিত প্রতিনিধি ও গন্যমান্যদের নিকট বিচার দাবী করে দারে দারে ঘুরে অবশেষে বরিশাল ফৌজদারী আদালতে সন্তোষ শীল বাদী হয়ে মামলা দায়ের করেছে। প্রভাবশালী ফন্দিবাজ স্কুল শিক্ষক সুভাষ শীল সন্তোষের দায়ের করা ফৌজদারী মামলার গতিকে স্তব্দ করার অপকৌশলে কলকাঠি নারতে শুরু করেছে। সরেজমিন ঐ এলাকার একাধিক বিভিন্ন শ্রেনী পেশার লোকের সাথে আলাপ কালে এ ঘটনা ছাড়াও শিক্ষক সুভাষ শীলের বিরুদ্ধে এন্তার অভিযেগের ফিরিস্তি পাওয়া যায়।