মালতী রানী হালদার
বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক অমূল্য হালদারের মা মালতী রানী হালদার (৯৫) বাধ্যর্কজনিত কারনে বুধবার রাতে নিজবাড়িতে পরলোকগমন করেছেন। বৃহস্পতিবার রাজিহার ইউনিয়নের বাটরা গ্রামের পারিবারিক শ্মশানে তার অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়।
মাহমুদা হক
বরিশালের গৌরনদী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আলহাজ্ব আবুল হোসেন মিয়ার শ্যালিকা ও জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক এবায়েদুল হক চাঁনের স্ত্রী মাহমুদা হক (৪৫) হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেট্রোপলিটন হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহির……..রাজিউন)। তিনি স্বামী, ৩ পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। গতকাল শনিবার মরহুমার জানাজা শেষে বরিশালস্থ পারিবারিক গোরস্তানে দাফন করা হয়। বিএনপি নেতার স্ত্রীর মৃত্যুতে মহানগর বিএনপির সাবেক সভাপতি মাহমুদ গোলম ছালেক, বরিশাল জেলা উত্তর বিএনপির সাধারন সম্পাদক অধ্যাপক আকন কুদ্দুসুর রহমান, সাবেক যুগ্ন আহবায়ক ও গৌরনদী পৌর বিএনপির সভাপতি এস.এম মনির-উজ-জামান মনির গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
জবেদ আলী সরদার
বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি জবেদ আলী সরদার (৮০) বাধ্যর্কজনিক কারনে গতকাল শনিবার সকালে পিঙ্গলাকাঠী গ্রামের নিজবাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহির…….রাজিউন)। তিনি স্ত্রী, ৪ পুত্র, ৩ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। ওইদিন দুপুরে মরহুমের জানাজা শেষে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়। আওয়ামীলীগ নেতার মৃত্যুতে জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ, স্থানীয় সংসদ সদস্য এডভোকেট তালুকদার মোঃ ইউনুস ও কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা এডভোকেট বলরাম পোদ্দার বাবলু গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।