বরিশালে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ ঘরে অগ্নিসংযোগ

অগ্নিসংযোগ করার অভিযোগ উঠেছে। রবিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার সকাল থেকে প্রতিপক্ষদের মাঝে আতংক ছড়িয়ে পড়ে।

জানা গেছে, মুলাদী উপজেলার পশ্চিম চরপত্তনী ভাঙ্গা গ্রামের বাসিন্দা আবদুল মান্নান দর্জি। তিনি গত বছর চরপত্তনী ভাঙ্গা বেসরকারী প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করে সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। ওই স্কুলের পাশে পরিকল্পিতভাবে স্কুল নির্মানের চেষ্টা করেন স্থানীয় শাজাহান সরদার নামের এক ব্যাক্তি। কিন্তু পরিকল্পিতভাবে নির্মানের চেষ্টা করা স্কুলটি বাতিল করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এরপর শাজাহানের সহযোগীরা ক্ষিপ্ত হয়ে গত বছরের ১৪ সেপ্টেম্বর আবদুল মান্নান দর্জির মেহেন্দিগঞ্জের বাড়ির বাগানের ২ লাখ  টাকার বিভিন্ন প্রজাতির গাছ কেটে নেয়। গাছ কেটে নেয়ার ঘটনায় মেহেন্দিগঞ্জ থানায় একটি মামলাও দায়ের করেছেন মান্নান দর্জি। এরপর তিনি মামলার আসামি আবুল কালাম, হুমায়ুন, হান্নান, করিম ও মোতালেবের বিরুদ্ধে একটি সাধারন ডায়েরি করেছেন। সর্বশেষ প্রতিপক্ষরা মান্নান দর্জিকে ফাঁসিয়ে দিতে হুমায়ুন দর্জির ঘরের মালামাল প্রতিবেশী আবু বক্কর মালতের ঘরে সরিয়ে রাখে। গভীর রাতে ওই ঘরে অগ্নিসংযোগ করে এলাকায় জানান দেয়া হয় যে মান্নান দর্জি ও তার লোকজন ঘরে অগ্নিসংযোগ করেছে। বিষয়টি নিয়ে এলাকায় বেশ তোলপাড় চলছে।

এদিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অগ্নিসংযোগের ঘটনায় থানায় একটি অভিযোগ দেযা হয়েছে। হিজলা থানার ওসি রফিকুল হোসেন বলেন, থানায় লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।আবদুল মান্নান দর্জি বলেছেন তিনি এলাকার একজন সমাজ সেবক। প্রতিপক্ষরা নিজ ঘরে অগ্নিসংযোগ করে প্রতিপক্ষরা তাকে ফাঁসিয়ে দেয়ার চেষ্টা করছে বলে তিনি মন্তব্য করেন।