র্যালী ও আলোচনা সভার মাধ্যমে গতকাল সোমবার বিকেলে বরিশালের গৌরনদীতে যৌন হয়রানী বিরোধী মাসব্যাপী প্রচারাভিযান সম্পন্ন হয়েছে। গত ১৫ জানুয়ারি থেকে শুরু হওয়ায় প্রচারাভিযানে উপজেলার বিভিন্ন এলাকায় অরিয়েন্টশন, মাইকিং ও লিফলেট বিতরন, ভিডিও প্রদর্শন, জনসমাবেশ, র্যালী, পোষ্টার এবং ফেস্টুন প্রদর্শন করা হয়। ব্র্যাকের জেন্ডার জাস্টিস এন্ড ডাইভারসিটি কর্মসূচীর উদ্যোগে সমাপনী অনুষ্ঠানে বিকেল চারটায় র্যালী বের করা হয়। স্থানীয় ব্র্যাক অফিস থেকে র্যালীটি বের হয়ে ঢাকা-বরিশাল মহাসড়কসহ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক অফিসের মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় ব্র্যাকের এলাকা ব্যবস্থাপক আবুল কালাম আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন শাখা ব্যবস্থাপক মোঃ এনামুল হক, ব্যবস্থাপক শুকদেব সাহা, অসীম চক্রবর্তী, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা শান্তি লতা, কর্মসূচী সংগঠক শরীফুল ইসলাম, মানবাধিকার ও আইন সহায়তা বিষয়ক কর্মকর্তা প্রশান্ত সাহা প্রমুখ।