লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালীরা

তত্বাবধানে নির্মিত সরিকল বাজার হইতে আধুনা জামতলা পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানের লক্ষাধিক টাকার গাছ কেটে নিয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে এলাকাবাসি অভিযোগ দায়ের করার পরেও রহস্যজনক কারনে কোন ব্যবস্থা নেয়া হয়নি বলে স্থানীয়রা অভিযোগ করেন।

স্থানীয়দের অভিযোগ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গৌরনদী উপজেলা এলজিইডি ১৯৯০ সালে গৌরনদী উপজেলার সরিকল বাজার হইতে আধুনা জামতলা পর্যন্ত একটি সড়ক পাকা করনের পর তার দু’পাশে বনায়ন কার্যক্রমের আওতায় বিভিন্ন প্রজাতের বৃক্ষ রোপন করেন। গত তিনদিন ধরে (গতকাল মঙ্গলবার পর্যন্ত) উপজেলার আধুনা গ্রামের মোঃ রিপন হাওলাদার, খালেক সরদারসহ ৫/৬ জন  প্রভাবশালীরা সড়কের দু’পাশের ১১টি রেন্ট্রি ও চাম্বল গাছ কাটা শুরু করেন। গতকাল মঙ্গলবার দুপুরের মধ্যে কর্তনকৃত গাছগুলো সরিয়ে নেয়া হয়।

স্থানীয়রা জানায়, প্রভাবশালী কর্তৃক সরকারী জায়গার কেটে নিয়ে যাওয়া গাছের মূল্য প্রায় লক্ষাধিক টাকা। আধুনা গ্রামের মোঃ খোকন প্যাদা, মানিক মৃধা, আঃ আজিজ হাওলাদারসহ একাধিক ব্যক্তিরা জানান, সরকারী জমির গাছ কেটে নেয়ার বিষয়টি তারা স্থানীয় বন বিভাগ ও এলজিইডির কর্মকর্তাদের জানানোর পরেও রহস্যজনক কারনে তারা কোন ব্যবস্থা গ্রহন করেননি। অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মোঃ রিপন হাওলাদার, মোঃ খালেক সরদার বলেন, গাছ কাটার ব্যাপারে আমাদের কোন সম্পৃক্ততা নেই। এ ব্যাপারে গৌরনদী উপজেলা এলজিইডির প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে লিখিত কোন অভিযোগ পাইনি। তবে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। গৌরনদী বন বিভাগের ফরেস্টার মনীন্দ্র নাথ বিশ্বাস গাছ কেটে নেয়ার কথা স্বীকার করে বলেন, সরজমিন পরিদর্শন করে গাছ কাটার বিষয়টি নিশ্চিত হয়ে সড়ক কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে।