গৌরনদীতে রব চোকদার স্মারক ও বৃত্তিদান

ও বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব আব্দুর রব চোকদারের স্মরনে গতকাল মঙ্গলবার বিকেলে প্রাথমিক বৃত্তিদান ও স্মারক প্রদান করা হয়েছে।

রব চোকদার স্মৃতি বৃত্তি প্রদানপশ্চিম শাওড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে স্কুলের শিক্ষার্থীদের মাঝে বৃত্তিদান ও স্মারক প্রদান উপলক্ষে বিকেল চারটায় স্কুল প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও চাঁদশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা হাক্কানী আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মরহুম আব্দুর রব চোকদারের সহধর্মীনি জনাবা মাসুদা বেগম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ শাহ আলম খান, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির গৌরনদী শাখার সাধারন সম্পাদক এ.কে.এম সফিকুল ইসলাম। বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সহসভাপতি আকবর হোসেন মোল্লা, শিক্ষানুরাগী আব্দুল হাই চোকদার, দেলোয়ার হোসেন, প্রধান শিক্ষক বাসুদেব সরকার, খায়রুল আলম, অমূল্য রতন কর প্রমুখ। শেষে প্রধান অতিথি ১৯৯৭ সাল থেকে ওই স্কুলে বৃত্তিপ্রাপ্ত ৩০ জন শিক্ষার্থীর মাঝে মরহুম আব্দুর রব চোকদার সম্মাননা স্মারক ও বৃত্তিদান করেন। উল্লেখ্য, আলহাজ্ব আব্দুর রব চোকদার ঢাকা র‌্যাব-৩’র অধিনায়ক লেঃ কর্নেল রফিকুল ইসলাম নয়নের পিতা।