বিশেষ অতিথির বক্তব্যে বরিশাল জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এডভোকেট তালুকদার মোঃ ইউনুস-এমপি বলেন, স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনীদের ফাঁসির রায় কার্যকর করে জাতিকে কলংকমুক্ত করা হয়েছে। এখন যুদ্ধাপরাধীদের বিচারের পালা। আর এখনই দেশের মধ্যে গৃহযুদ্ধ বাঁধাতে বিএনপি-জামায়াত একের পর এক ষড়যন্ত্র শুরু করেছে। যত ষড়যন্ত্রই করা হোকনা কেন জনগনকে সাথে নিয়ে রাজনৈতিক ভাবে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করা হবে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের আমলেই যুদ্ধাপরাধীদের বিচার কাজ সম্পন্ন করা হবে।
বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা ও জনতা ব্যাংকের চেয়ারম্যান এডভোকেট বলরাম পোদ্দার বাবলু বলেন, ২০০১ সালের ভোট কারচুপির নির্বাচনে যারা ক্ষমতায় এসে ধর্মের নামে জঙ্গীদের আশ্রয় প্রশ্রয় দিয়ে লালন পালন করেছে জনগন ভোটের মাধ্যমে তাদের দাঁত ভাঙ্গা জবাব দিয়েছে। তিনি আরো বলেন, ২০০১ সালের নির্বাচনের পর গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার এমন কোন আওয়ামীলীগের নেতা-কর্মী ও সমর্থক নেই যারা চার দলীয় জোট ক্যাডারদের হাতে নির্যাতনের স্বীকার হননি। অথচ মহাজোট সরকারের একবছর অতিবাহিত হয়ে গেলেও আজো ওই ক্যাডাররা বীরদর্পে এলাকায় ঘুরে বেড়াচ্ছে, কারন আওয়ামীলীগ প্রতিহিংসার রাজনিতীতে বিশ্বাস করে না।
সরিকল ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আমীর আলীর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহ আলম খান, ভাইসচেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মিজান, সৈয়দা মনিরুন নাহার মেরী। বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা কালিয়া দমন গুহ, আকবর হোসেন ফারুক, দেলোয়ার হোসেন মাষ্টার, মান্নান মৃধা, উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ হারিছুর রহমান হারিছ, যুগ্ন আহবায়ক আনিসুর রহমান আনিস, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মাহবুব আলম, সরিকল ইউনিয়ন আওয়ামীলীগ নেতা এইচ.এম নজরুল ইসলাম, ফারুক হোসেন মোল্লা, নাজিমুদ্দিন টিপু প্রমুখ।
সম্মেলনের শুরুতে সরিকল ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সরোয়ার প্যাদার নেতৃত্বে প্রায় পাঁচ শতাধিক বিএনপির নেতা-কর্মী ও সমর্থক আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহর হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামীলীগে যোগদান করেন।