কোন কিছুরই কমতি নেই বরিশালের গৌরনদীর ক্রীড়ামোদিদের মধ্যে। স্বাধীন বাংলার সবুজে রক্তে লাল পতাকা নিয়ে ও দলের জার্সি গায়ে বর্নাঢ্য শোভাযাত্রাসহ গৌরনদী বাসষ্ট্যান্ডে এভাবেই সু-বিশাল পতাকা ঝুঁলানো হয়। গৌরনদী বাসষ্ট্যান্ডস্থ নিউ সুপার মার্কেটের ব্যবসায়ীদের উদ্যোগে এ ব্যক্তিক্রম আয়োজন করা হয়েছে-
ছবি ও প্রতিবেদন : খোকন আহম্মেদ হীরা