ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসি সাদ্দাম হোসেন টিপু নামের এক ছিনতাইকারীকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোর্পদ করেছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ বিজয়পুর গ্রামে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বিল্লগ্রামের ব্যাবসায়ী রাসেল হোসেন মোল্লা গৌরনদী বাসষ্ঠান থেকে শনিবার রাত সাড়ে ৯ টার দিকে রিকসা যোগে বাড়ি ফেরার পথে উপজেলার পালরদী মাধ্যমিক বিদ্যালয়ের পিছনে পৌঁছলে ৪/৫ জন ছিনতাইকারী তার গতিরোধ করে। এসময় ছিনতাকারীরা ব্যবসায়ী রাসেলকে মারধর করে তার সাথে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ব্যাবসায়ীর ডাকচিৎকারে এলাকাবাসি এগিয়ে এসে ছিনতাইকারীদের ধাওয়া করে। পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসি সাদ্দাম হোসেন টিপু (২০) নামের এক ছিনতাইকারীকে আটক করে গনধোলাই দেয়। পরবর্তীতে ওই ছিনতাইকারীকে পুলিশের কাছে সোর্পদ করা হয়। আটকৃত ছিনতাইকারীর বাড়ি উপজেলার দক্ষিন বিজয়পুর গ্রামে। এ ঘটনায় ব্যাবসায়ী রাসেল হোসেন বাদি হয়ে ৪ জনকে আসামি করে গতকাল রবিবার গৌরনদী থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন।