মাদক ব্যবসায়ীর হামলায় সাংবাদিক আহত

মোটরসাইকেল ব্যবসায়ী এক যুবদল ক্যাডার। এব্যাপারে আহত সাংবাদিক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জানা গেছে, দৈনিক সংগ্রাম আগৈলঝাড়া প্রতিনিধি শামীমুল ইসলাম শামীম তার পাওনা টাকা বৃহস্পতিবার সন্ধ্যায় গৈলা ইউনিয়ন পরিষদ-দক্ষিণ শিহিপাশা সড়কের প্রবেশমুখে হেলাল সরদারের চায়ের দোকানের সামনে বসে চাইলে দক্ষিণ শিহিপাশা গ্রামের হাশেম বেপারীর ছেলে যুবদল ক্যাডার ও মাদক বিক্রেতা জামাল বেপারী শামীমকে মারধর করে গুরুতর আহত করে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

উল্লেখ্য, বিগত চারদলীয় জোট সরকারের সময় উপজেলা যুবদল নেতা জামাল বেপারী এলাকায় চাঁদা ও টেন্ডার নিয়ন্ত্রণের পাশাপাশি মাদক ও চোরাই মোটরসাইকেল ব্যবসায়ের সিন্ডিকেট প্রধান হিসেবে নিয়ন্ত্রণ করে আসতেন। চোরাই মোটর সাইকেল নিয়ে যশোর থেকে পালানোর পর যশোরের মোটর সাইকেল মালিক প্রশাসনের হস্তক্ষেপে আগৈলঝাড়া উপজেলা সদরের এক গ্যারেজ থেকে গোপন সংবাদের ভিত্তিতে উদ্ধার করে ওই সময় এব্যাপারে একটি মামলা হয়েছিল তার অন্যতম আসামী ছিলেন জামাল বেপারী।

চারদলীয় সরকারের আমলে দলের কাধে ভর দিয়ে অঘাত টাকার পাহাড় গড়েছিল মাদক বিক্রেতা ও চোরাই মোটরসাইকেল ব্যবসায়ী এক যুবদল ক্যাডার জামাল। অবশেষে তার হাতে আহত হল নির্ভিক সাংবাদিক শামীম। যুবদল নেতা জামালের বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন বলে জানা গেছে। এব্যাপারে স্থানীয় সাংবাদিকরা জামালকে গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী করেন।