নেতা-কর্মী ও প্রশাসনের চলছে ব্যাপক প্রস্তুতি। মহানগরীর সর্বত্র সাজসাজ রব। আগামী ২২ ফেব্রয়ারী মঙ্গলবার প্রধানমন্ত্রীর আগমনী বার্তায় দলীয় নেতা-কর্মীদের মাঝে বেশ প্রান চাঞ্চল্য দেখা দিয়েছে। নেত্রীকে স্বগত জানাতে তারা এখন ব্যাস্ত সময় কাটাচ্ছে।
এমপি তালুকদার মোঃ ইউনুছ বলেন বেলা ১১টায় প্রধান মন্ত্রী বরিশাল মহানগরীতে পর্দাপন করবেন।এরপর তিনি সার্কিট হাউজ হয়ে আবদুর রব সেরনিয়াবাদ সেতু উদ্ধোধন করে অন্যান্য কর্মসূচীতে যাবেন। তিনি আরো বলেন প্রধান মন্ত্রী সেতু,শিক্ষা ভবন,বিশ্বাবদ্যালয়,ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট উদ্ধোধন শেষে বিকেল তিনটায় কর্নকাঠিতে এক জনসভায় বক্তব্য রাখবেন।
বিশেষ করে দক্ষিনাঞ্চলের কোটি মানুষের স্বপ্ন আব্দুর রব সেরনিয়াবাত সেতুর উদ্ভোধন করবেন প্রধানমন্ত্রী । এতো দিন ধরে তার সিডিউল না পাওয়ায় উদ্বোধন হয়নি এ সেতুটির। দফায় দফায় সময় বৃদ্ধি শেষে গত ৩১ ডিসেম্বর নির্মান কাজ শেষ হয় সেতুটির। ১৩৯০ মিটার দৈর্ঘ্য এ সেতুর মূল অংশের দৈর্ঘ্য ৬১০ মিটার। বাকিটা সংযোগ সড়ক। ১৪০ কোটি টাকা ব্যয়ে এ সেতুর নির্মান কাজ শুরু হলেও ২৯৮ কোটি টাকায় সম্পন্ন হয় তা।
এদিকে বরিশাল বাসীর দীর্ঘ প্রতিক্ষিত বরিশাল বিশ্ব বিদ্যালয়ের নির্মান কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করা হবে। এছাড়া শুরু থেকেই নগরীর সার্কূলার রোডে ভাড়া বাড়ীতে বরিশাল শিক্ষাবোর্ড তার কার্যক্রম চালিয়ে আসছিলো। দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও আবেদন নিবেদনের পর ২০০৭ সালে নগরীর নথুল্লাবাদ এলাকায় ৬ একর জমির উপর শিক্ষাবোর্ড ভবন নির্মান কাজ শুরু হয়। প্রায় ৪ কোটি টাকা ব্যায়ে ভবনটির নির্মান কাজ শেষ করে । গত বছর ১৯ সেপ্টেম্বর থেকে এ ভবনে শিক্ষা বোর্ডের কার্যক্রম চলছে। তবে আনুষ্ঠানিক ভাবে এখনো উদ্ভোধন হয়নি ঐ ভবন। নির্মান কাজ সম্পন্নের ১৫৭ দিন পর বাইশ ফেব্র“য়ারী এ ভবনের উদ্ভোধন করবেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা।
কেন্দ্রীয় আ’লীগ নেতা অ্যাড.বলরাম পোদ্দার বাবলু বলেন প্রধান মন্ত্রীর বরিশাল সফরকে সফল করতে দলীয়ভাবে কাজ চলছে। তিনি বলেন প্রধান মন্ত্রী সেতুসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্ধোধন শেষে বিকেলে বশ্ববিদ্যালয়ের নির্ধারিত স্থান কর্নকাঠিতে জন সভা হবে। সেখানে মঞ্চ সাজানো ও মাইকি সার্ভিস সহ অন্যান্য কাজ করা হচ্ছে। ইতোমধ্যে প্রধান মন্ত্রীর জনাসভাস্থল বিসিসি মেয়র শওকত হোসেন পরিদর্শন করেছেন।