ভাষা আন্দোলনের প্রকৃত ইতিহাস ছিনতাইয়ের অপচেষ্টা চলছে

সভায় বক্তারা বলেন- ভাষা আন্দোলনের প্রকৃত ইতিহাস ছিনতাইয়ের অপচেষ্টা চলছে। বাংলাদেশের প্রতিটি মানুষকে এ বিষয়ে সচেতন হয়ে ভাষা আন্দোলনের প্রকৃত ইতিহাস অনুসন্ধানের আহবান জানান বক্তারা। ২০ ফেব্রুয়ারি রোববার বিকেল ৪টায় বরিশাল  প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বক্তারা আরো বলেন- দলমত, জাতি-ধর্ম, ভাষা-বর্ণ নির্বিশেষে প্রকৃত ভাষা সৈনিকদের মর্যাদা ও স্বীকৃতি দেয়া উচিত।

বরিশাল সংস্কৃতিকেন্দ্রের সভাপতি অধ্যাপক মাহমুদ হোসাইন দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ইতিহাসবিদ ও সরকারি গৌরনদী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ মোসলেমউদ্দিন সিকদার। বিশেষ অতিথি ছিলেন ইসলামী ব্যাংকের এক্্িরকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও বরিশাল জোন প্রধান এ.কে.এম হারুনুর রশিদ এবং বি.এম কলেজের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান আ. খ. ম. আবদুর রব, প্রধান আলোচক ছিলেন সম্মিলিত পেশাজীবী ফোরামের বরিশাল বিভাগীয় সেক্রেটারি ডা. আলতাফ উদ্দিন আহমেদ। বক্তব্য রাখেন বরিশাল সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ আবদুল খালেক, দৈনিক সংগ্রামের বরিশাল ব্যুরো চিফ অধ্যাপক শাহে আলম। অনুষ্ঠান পরিচালনা করেন বরিশাল সংস্কৃতিকেন্দ্রের পরিচালক সাংবাদিক আযাদ আলাউদ্দীন।

আলোচনাসভার পূর্বে ভাষা আন্দোলনের উপর নির্মিত একটি তথ্যচিত্র প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়।  অনুষ্ঠানে ভাষার গান পরিবেশন করেন হেরাররশ্মি শিল্পীগোষ্ঠীর শিল্পীরা।
আলোচকরা আরো বলেন- বর্তমান সময়ে আমাদের ভাষা ও সংস্কৃতির উপর যে আগ্রাসন চলছে তা প্রতিরোধে এগিয়ে আসা প্রতিটি সচেতন নাগরিকের নৈতিক দায়িত্ব। তারা বলেন- আমাদের যাবতীয় গবেষণা কার্যক্রমকে পর্যায়ক্রমে বাংলায় নিয়ে আসতে হবে।