বরিশালে শহীদ মিনার ভেঙ্গে ফেলছে এক বখাটে

তার নাম সোহেল ঘরামী (২০)। আজ সোমবার সকাল থেকে পুলিশ তাকে হন্য হয়ে খুঁজছে।

জানা গেছে, উপজেলার দক্ষিন গুয়াবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে স্কুল ছাত্ররা কলাগাছ দিয়ে রবিবার রাতে শহীদ মিনার তৈরি করে। রাতে সেখানে যায় স্থানীয় আবদুল মান্নানের বখাটে পুত্র সোহেল। ওই সময়ে স্কুল ছাত্রদের তৈরি শহীদ মিনারে মলত্যাগ করার কথা জানান দেয় বখাটে। এতে ছাত্রদের সঙ্গে বখাটের বাকবিতন্ডা ঘটে। সকালে স্কুল ছাত্ররা দেখতে পায় শহীদ মিনারটি সত্যিই ভেঙ্গে ফেলা হয়েছে। পাশাপাশি নির্মিত শহীদ মিনারের স্থানে মলত্যাগ করা হয়। বিষয়টি তাৎক্ষনিক স্কুলের শিক্ষক ও ম্যানেজিং কমিটিকে অবহিত করে ছাত্ররা। এরপর পুলিশের খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

হিজলা থানার ওসি রফিকুল হোসেন বলেন, শহীদ মিনার ভেঙ্গে ফেলা রাষ্ট্রদোহীতার অপরাধ। তিনি বলেন বখাটেকে  গ্রেপ্তার করতে পুলিশ জোর প্রচেষ্টা চালাচ্ছে।

স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ নবী ইমরান বলেন বখাটে আগে আফসার উদ্দীন মাদ্রাসায় পড়াশুনা করত। এখন সে পড়াশুনা কিংবা কোন কাজও করছে না। তিনি বলেন শহীদ মিনার ভেঙ্গে ফেলারি বষয়টি বখাটের পিতাকে জানানো হলে তিনি শহীদ মিনার ফের তৈরি করে দেয়ার কথা বলেছেন।