বরিশাল-ঢাকা মহাসড়কে দু’ঘন্টা অবরোধ বিক্ষোভ-অগ্নিসংযোগ

নতুনবাজার নামকস্থানে পথচারী নিহত হওয়ার ঘটনায় স্থানীরা দুই ঘন্টা সড়ক অবরোধ করেছেন। এসময় বিক্ষুব্ধরা মহাসড়কে গাছের গুড়ি ফেলে অবরোধের সৃষ্টি করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন। এসময় বিক্ষুব্ধরা ৫টি গাড়ি ভাংচুর করেছে। রাত আটটার দিকে গৌরনদী হাইওয়ে থানা, উজিরপুর, বাবুগঞ্জ ও বিমানবন্দর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধদের শান্ত করেন।

গৌরনদী হাইওয়ে থানার ইনচার্জ মোঃ মোজাম্মেল হোসেন জানান, বাবুগঞ্জের নতুনবাজার নামকস্থানে গতকাল বুধবার সন্ধ্যা ৬টার দিকে মাওয়া থেকে বরিশালগামী অজ্ঞাতনামা যাত্রীবাহি মাইক্রোবাসের চাপায় পথচারী রাকুদিয়া গ্রামের আবুল কালাম মিয়া (৬০) ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়রা এ ঘটনার প্রতিবাদে মহাসড়কের ওপর গাছের গুড়ি দিয়ে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। এসময় বিক্ষুব্ধরা দুইটি যাত্রীবাহি বাস, ঢাকাগামী ঈগল পরিবহন ও যাত্রীবাহি দুটি টেম্পু ভাংচুর করে। মহাসড়কের ওপর স্থানীয় ও পাশ্ববর্তী গ্রামের হাজার-হাজার মানুষ বিক্ষোভ প্রদর্শন করে এ ভাংচুরের ঘটনা ঘটনায়। খবর পেয়ে চার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধদের সাথে কথা বলেন। বিক্ষুব্ধদের উদ্বৃতি দিয়ে তিনি আরো জানান, গত ১০ দিন পূর্বে একইস্থানে গাড়ির চাপায় আরো এক পথচারীর করুন মৃত্যু হয়েছে। সে সময়ও এলাকাবাসি জনগুরুতপূর্ণ ওইস্থানে একটি স্পীট ব্রেকার নির্মানের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেছিলেন। সে সময় স্থানীয় প্রশাসন বিক্ষুব্ধদের দাবি পূরনের আশ্বাস দিয়ে পরিস্থিতি শান্ত করেন। কিন্তু আজো সে দাবি পূরন হয়নি। একই দাবিতে এলাকাবাসি বিক্ষোভ প্রদর্শন করেছেন। প্রশাসনের পক্ষ থেকে জরুরি ভিত্তিত্বে জনতার দাবি পূরনের আশ্বাস দেয়ার পর প্রায় দু’ঘন্টাপর রাত আটটার দিকে বিক্ষুব্ধরা মহাসড়কের অবরোধ প্রত্যাহার করে নেন। দু’ঘন্টা মহাসড়ক অবরোধ করায় ফলে রাস্তার দু’পার্শ্বে শত শত যানবাহন আটকা পরে। এতে হাজার-হাজার যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। পুলিশ নিহত আবুল কালাম বিশ্বাসের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরন করেছেন।