বরিশালের গৌরনদী ও কালকিনি উপজেলার মুর্তিমান আতংক সর্বহারা কামরুল গ্র“পের আঞ্চলিক নেতা হুমায়ুন কবির টিপুকে (৪০) গতকাল রবিবার রাতে র্যাব-৮’র সদস্যরা গৌরনদীর টরকী বন্দর এলাকা থেকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, গ্রেফতারকৃত সর্বহারা নেতা হুমায়ুন কবির টিপু চরআইরকান্দি গ্রামের বহুল আলোচিত শাহ আলম নলি হত্যা মামলার অন্যতম আসামি। এছাড়াও তার বিরুদ্ধে ৩টি হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ মাদারীপুরের সদস্যরা গতকাল রবিবার রাত সাড়ে সাতটায় গৌরনদী উপজেলার টরকী বন্দর এলাকায় অভিযান চালিয়ে টিপুকে গ্রেফতার করে। এ খবর মুহুর্তের মধ্যে সর্বহারা নেতা টিপুর নিজ গ্রাম চরআইরকান্দিসহ পাশ্ববর্তী এলাকায় ছড়িয়ে পরলে গ্রামবাসির মধ্যে স্বত্তি নেমে আসে।