বিলিন হয়ে যাচ্ছে চার’শ বছরের পুরনো ঘন্টেশ্বরের তীর্থকেন্দ্র

“ টাকা বাদশার নাম ছবি খাঁর ” পোলের তলে হিন্দু সম্প্রদায়ের বারুণী তীর্থøান কেন্দ্র ও চারশ বছরের প্রাচীন শিব মন্দির ধ্বংস হতে চলেছে। এখনো চৈত্র মাসে মধুকৃষ্ণ তিথিতে ঘণ্টেশ্বর বারুনী তীর্থ øান কেন্দ্রে ভারত, বাংলাদেশের হাজার হাজার তীর্থ যাত্রী সমবেত হয় পূণ্য øান করতে। তারা পুণ্য øান করে শিব পূজা দেয় ধ্বংসাবশেষ শিব মন্দিরের বেদীমূলে। বর্তমানে “ টাকা বাদশার নাম ছবি খাঁর ” পোলের  তলে øান কেন্দ্রটি এতই জরাজীর্ণ যা সরকারিভাবে সংস্কার হওয়া একান্ত প্রয়োজন। বামরাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গৌরাঙ্গ লাল কর্মকার“ ও সার্বজনীণ গঁঙ্গা, বিষ্ণু কালী, শিব মন্দির কমিটির সাধারন সম্পাদক সহদেব কুমার দাস জানান এই বারুনী তীর্থ øান কেন্দ্র কে প্রতিষ্ঠা করেছিল তার কোন সঠিক পরিচয় পাওয়া যায়নি। এমনকি এখানকার ৮৬শতাংশ জমির সি.এস, আর.এস রেকর্ড দেবোত্তর সম্পত্তি হিসাবে শিব মন্দিরের নামে হাল রেকর্ড ও সংশোধিত হয়। ফলে প্রতিষ্ঠাতা কে বা কারা তার কোন নিদর্শণ পাওয়া যায়নি। তবে এলাকায় শ্র“তি আছে চার’শ বছর আগে ভক্তরা বারুনী øান করতে এই স্থানে সমবেত হত। তাদের øানের জন্য তৎকালিন আমলের এতদ অঞ্চলের বাদশা তার টাকা দিয়ে ‘ছবি খাঁ’ নামের কোন ব্যাক্তির নামে ত্রি-নদীর মোহনায় একটি ঢালাই পোল নির্মান করে দেন। সেই থেকে ঐ পোলের নাম হয় ‘টাকা বাদশার নাম ছবি খাঁর’ পোল বা ব্রীজ । সেই থকে ঐ পোলের নিচেই চার’শ বছর ধরে বারুনী øান হয়ে আসছে। কালের বিবর্তনে ইতিহাসের কিং বদšী— স্বাক্ষী সেই পোলটিও আজ ধংসের পথে। সেই সাথে শিব মšিদরের শুধুমাত্র বেদীমূলটুকুই অবশিষ্ট আছে।  বাকী পুরো মন্দিরটি ভেঙেচুরে বিলীন হয়ে গেছে। এ অবস্থা জানতে পেরে উজিরপুরের  উপজেলা নির্বাহী অফিসার প্রিয়সিন্দু তালুকদার সরেজমিনে গিয়ে বরিশাল জেরার প্রাচীন এই তীর্থ কেন্দ্র পরিদর্শন করে এসে, পরে উজিরপুর-বানারীপড়ার সংসদ সদস্য আলহাজ্ব মনিরুল ইসলাম মনি’কে নিয়ে   ইতিহাসখ্যাত এই তীর্থ কেন্দ্র পরিদর্শন করান। আগামী  চৈত্রমাসে মধুকৃষ্ণ তিথীর øানের পূর্বেই একটি ঘাটলা ও শিব মন্দির পুন:নির্মানের দাবি জানিয়েছে ভক্তরা।