শাবির দু’দিনব্যাপী অর্থনৈতিক সম্মেলন সম্পন্ন

দুইদিনব্যাপী ‘National Conference on Contemporary Issues In Economics (NCCIE) SUST 2011’ শীর্ষক জাতীয় অথনৈতিক সম্মেলন গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে অনুষ্ঠিত সেমিনারে  প্রধান অতিথির বক্তব্যে শাবি ভিসি প্রফেসর ড. মোঃ সালেহ উদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয়ের কাজ হচ্ছে নতুন জ্ঞানের সৃষ্টি করা। এজন্য আমাদেরকে শুধুমাত্র পাঠ্য বইয়ের উপর নির্ভরশীল হলে চলবে না। এজন্য প্রয়োজন গবেষণা। বিশ্ববিদ্যালয়ে পর্যায়ে ব্যাপক গবেষণার সংস্কৃতি থাকা প্রয়োজন। নইলে আমরা জ্ঞানের পথ থেকে বিচ্যুত হয়ে পড়বো। তিনি আরো বলেন-গবেষণা পরিচালনা নিঃসন্দেহে প্রতিবন্ধকতা রয়েছে। এ ক্ষেত্রে অর্থের সমস্যাটি প্রকট। এজন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষকদের গবেষণায় উৎসাহিত করার চেষ্টা করছি। এ বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষকদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তবে সামাজিক বিজ্ঞান  বিষয়ে যেহেতু কম  ব্যয়ে গবেষণা করা যায়-তাই  এ বিষয়ের শিক্ষকদের গবেষণায় আরও এগিয়ে আসতে হবে।

বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে এটাই প্রথম জাতীয় সম্মেলন। সম্মেলনের প্রথম দিনে আর্থিক নীতি ও সুশাসন, অর্থনেতিক উন্নয়নে আঞ্চলিক ইস্যু, মনিটারী এন্ড ফসক্যাল পলিসি বিষয়ের উপর গবেষনা উপস্থাপিত হয়। আজ কনফারেন্সের শেষ দিনে শ্রমিক অভিবাসনের কারন ও ফলাফল, ব্যবসায় সাহায্যে  টেকসই উন্নয়ন, অর্থনেতিক উন্নয়নে আঞ্চলিক ইস্যু, মনিটারী এন্ড ফসক্যাল পলিসি বিষয়ের উপর গবেষনা উপস্থাপিত হবে।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য  ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর প্রফেসর ড. সৈয়দ ফারহাত আনোয়ার বলেন, অর্থনৈকি উন্নয়ন বিষয়ে বিভিন্ন দেশ ব্যাপক গবেষণা করছে। বিশেষ করে পাশ্ববর্তী দেশ ভারত এ ব্যাপারে বেশ অগ্রসর। আমরা বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করি-কিন্তু সমস্যা সমাধান খুঁজে বের করার করার জন্য গবেষণা করি না। এসব অর্থনৈতিক সমস্যা সমাধানের এজন্য রাজনীতিবিদ নয় বরং গবেষকদের এগিয়ে আসা উচিৎ।

অর্থনৈতিকভাবে সমৃদ্ধ কয়েকটি দেশের উদাহরণ দিয়ে বাংলাদেশ অর্থনীতি সমিতির সহসভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রফেসর ড. মোয়াজ্জেম হোসেন খান বলেন-দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি প্রশিক্ষিত ও সুশৃঙ্খল জনশক্তি দরকার। কিন্তু সে জনশক্তি গড়ে তোলার জন্য স্বাধীনতার চলি¬শ বছরেও একটি সুন্দর শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠেনি। তাই বর্তমান সরকার গৃহীত শিক্ষানীতি বাস্তবায়িত হলে জাতির সে প্রয়োজন পূরণ হবে।

নর্থ সাউথ ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের প্রফেসর ড. গৌর গোবিন্দ গোস্বামী ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর ড. এ কে এনামুল হক, শাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আ.ক.ম মাহবুবুজ্জামান। অর্থনৈতিক বিষয়ে এ কনফারেন্স আয়োজন করার জন্য তারা অর্থনীতি বিভাগকে ধন্যবাদ জানান। উক্ত কনফারেন্সের সভাপতির বক্তব্যে অর্থনীতি বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক সৈয়দ হাসানুজ্জামান বলেন-আমাদের দেশে অনেক সসম্যা রয়েছে। তাই এসব সমস্যা নিয়ে অর্থনীতি বিষয়ের গবেষকরা কী চিন্তা করছে তা জানাই হচ্ছে এ  কনফারেন্সের উদ্দেশ্য। দেশের খ্যাতিমান অর্থনীতিবিদদের কাছ থেকে গবেষকরা এ কনফারেন্সে প্রয়োজনীয় দিক নির্দেশনা পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। কনফারেন্সে মোট ৩০টি প্রবন্ধ উপস্থাপিত হয়।