আলীকদমে সেনা বাহিনীর অর্থায়নে নির্মিত ব্রিজ উদ্বোধন

Alikadamতৈরী করে দেয়া হয়েছে। গতকাল (বুধবার) আলীকদম জোন কমান্ডার লেঃ কর্ণেল এস এম ইমরানউজ্জামান ফিতা কেটে ব্রিজটির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন। এ সময় জোন উপ-অধিনায়ক মেজর সাইফুল হক, উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম, উপজেলা নির্বাহী কর্মকতা মোঃ আসাদুজ্জামান, এমপি প্রতিনিধি জামাল উদ্দিন এমএ, প্রেসক্লাব সভাপতি মমতাজ উদ্দিন আহমদ, মুরুং কল্যাণ সংসদের সাধারণ সম্পাদক ইয়োংলক মুরুং, ত্রিপুরা কল্যাণ সংস্থার সাবেক সভাপতি আগস্টিন ত্রিপুরাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও পাড়াবাসী উপস্থিত ছিলেন।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পাড়া কেন্দ্রের শিক্ষার্থী ও কারিতাস আইসিডিপি’র ভারত মোহন পাড়া প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অভ্যাগত অথিতিদের ফুল ছিটিয়ে স্বাগত জানান। উদ্বোধনীতে উপস্থিত সর্ত্তোধ্ব বৃদ্ধ খুচাল চন্দ্র তঞ্চঙ্গ্যা প্রতিক্রিয়ায় বলেন, সেনা বাহিনী ব্রিজটি তৈরী করে দেয়ায় ভারত মোহন পাড়ার বিচ্ছিন্ন অধিবাসীদের এক করে দিয়েছে। যোগাযোগের ক্ষেত্রে এ পাড়ায় নব অধ্যায় সুচিত হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

উল্লেখ্য, ভারত মোহন মোহন পাড়ার ভিতর দিয়ে ৬/৭ বছর আগে আলীকদম ইউনিয়ন পরিষদ থেকে একটি রাস্তা তৈরী করে দেয়া হয়েছিল। রাস্তা তৈরী হলেও মাঝ ঝিরি পারাপরে কোন ব্যবস্থা ছিল না। প্রতি বছর পাড়াবাসী স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকো তৈরী করে পারাপার করেন। কিন্তু প্রতি বর্ষায় তা নষ্ট হয়ে যায়। এ নিয়ে কক্সবাজারনিউজ ডটকমসহ বিভিন্ন দৈনিকে সংবাদ প্রকাশিত হলে আলীকদম সেনা জোন ভারত মোহন পাড়ায় কাঠের ব্রিজ নির্মাণে এগিয়ে আসে।