নিহত সাংবাদিকের স্মরণে শোক সভা ও দোয়া অনুষ্ঠিত

স্মরণে পাক্ষিক উজিরপুর পত্রিকার উদ্যোগে গতকাল শনিবার সকাল ১০.০০ টায় উচিরপুর প্রেসক্লাব মিলনায়তনে  শোক সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর হোসেন ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় আলোচনা করেন পাক্ষিক উজিরপুরের নির্বাহী সম্পাদক ও উজিরপুর প্রেস ক্লাবের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন, উজিরপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি কল্যাণ কুমার চন্দ, সাধারন সম্পাদক মিজানুর রহমান, খালিদুর রহমান খান, আ: রহিম সরদার, শাকিল মাহমুদ আউয়াল, মো: মহিউদ্দিন। আলোচনার পূর্বে নিহত সাংবাদিক হাবিবুল করিমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল হক আজাহারী।

উল্লেখ্য যে, গত ১১ ফেব্র“য়ারী দুপুরে ঢাকার বাড্ডার বাসা থেকে বের হয়ে ৫দিন নিখোঁজ থাকার পরে ১৫ ফেব্র“য়ারী বিকেলে খিলগাঁও এলাকায় একটি সাত-তলা নির্মাণাধীন বাড়ীর পঞ্চম তলা থেকে হাত-পা বাধা অবস্থায় সাংবাদিক হাবিবুল করিমের লাশ খিলগাও থানা পুলিশ উদ্ধার করে। পরে ১৬ ফেব্র“য়ারী  গ্রামের বাড়ী উজিরপুরের হারতায় তার লাশ দাফন করা  হয়। শোক সভায় সাংবাদিকবৃন্দ হাবিবুল করিমের হত্যাকারীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।