জন্মদিনের অনুষ্ঠানে হামলা ॥ ৪ টি মটরসাইকেল ভাংচুর ॥ আহত-১০

এলাকায় কতিপয় যুবক হামলা চালিয়ে ৪ টি মটরসাইকেল ভাংচুরসহ স্বর্ণালংকার ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় এক এসএসসি পরীক্ষার্থীসহ কমপক্ষে ১০জন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে। এ ঘটনায় গতকাল রবিবার দুপুরে থানায় মামলা দায়ের করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী, আহত ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কসবা গ্রামের হারুন হাওলাদারের পুত্র এসএসসি পরীক্ষার্থী রায়হান হাওলাদারের সাথে দীর্ঘদিন পূর্বে বেজহার গ্রামের আজিজ হাওলাদারের পুত্র রিয়াজ হাওলাদারের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। শনিবার সন্ধ্যায় রায়হানের নিকট আত্মীয় বেজহার গ্রামের প্রবাসী বেল্লাল ফকিরের পুত্রের জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে অংশগ্রহনের জন্য রায়হান তার নিকট আত্মীয়দের সাথে বেল্লালের বাড়িতে যায়। ওইদিন রাত সাতটার দিকে পূর্ব শত্রুতার জেরধরে বেজহার গ্রামের রিয়াজ হাওলাদার ও তার ৭/৮ জন সহযোগীরা পরিকল্পিতভাবে জন্মদিনের অনুষ্ঠানস্থলে রায়হানের ওপর হামলা চালায়। এ সময় উভয়ের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে। একপর্যায়ে রিয়াজ ও তার সহযোগীরা রায়হান ও তার নিকট আত্মীয়দের ব্যবহৃত ৪টি মটরসাইকেল ভাংচুর করে।

হামলায় এসএসসি পরীক্ষার্থী রায়হান হাওলাদার (১৭), মাসুদ সরদার (১৮), নিপা বেগম (২২), রিগান খান (২০), বিলকিছ বেগম (৩৫), প্রতিপক্ষ রিয়াজ হাওলাদার (২২)সহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। আহত বিলকিছ বেগম অভিযোগ করেন, হামলাকারী রিয়াজ ও তার সহযোগীরা তাদের ব্যবহৃত স্বর্ণালংকার ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে। খবর পেয়ে তাৎক্ষনিক গৌরনদী থানার উপ-পুলিশ পরিদর্শক এস.আই আবুল হোসেন একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

এ ঘটনায় গতকাল রবিবার দুপুরে রায়হানের মামা জুয়েল খান বাদি হয়ে ৬ জনকে আসামি করে গৌরনদী থানায় হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ এনে একটি মামলা দায়ের করেছেন।