ঝালকাঠিতে যাত্রীবাহী ট্রাক খাদে – আহত ৪০

এদের মধ্যে গুরুতর আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, আজ চরমোনাইর বার্ষিক মাহফিলের আখেরী মোনাজাত সম্পন্ন হয়েছে। মাহফিলে আগত লোকজন যশোর ড-১১-০১৯৫ নম্বরের ট্রাকে করে ঝালকাঠির আমুয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। দুপুর ২টার দিকে মধ্য রায়াপুরা নামক স্থানে পৌছলে চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেলে। এতে ট্রাকটি সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে খাদে পড়ে যায়। এরপর স্থানীয়রা, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহতদের উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করে। গুরুতর আহতদের মধ্যে রয়েছে আবদুস সামাদ (৫০), সৈয়দ আলী (৫৫), জালাল উদ্দীন (২৭), মোজাম্মেল হক (২৫), আবদুল হক (৬৫), আবদুস সালাম (৬৫), তাওহীদ হোসেন (১২), সুলতান আহম্মেদ (৩০), বজলুর রহমান (৩০), লোকমান (২৫), মনির হোসেন (৪৫), রিয়াজ উদ্দীন (১৮)। অন্যান্যরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। শেবাচিম হাসপাতালের জরুরী বিভগের চিকিৎসক ফারুক আলম বলেন, ট্রাক দূর্ঘটনায় হাসপাতালে চিকিৎসারতদের অবস্থা আশংকাজনক।