বরিশালে আমার দেশ সম্পাদকের মুক্তির দাবিতে মানববন্ধন

মামলা প্রত্যাহারের দাবিতে সোমবার নগরীর ফজলুল হক এভিনিউ সড়কে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। কর্মসূচীতে বক্তারা বলেন, মাহামুদুর রহমান বাংলা দেশের অন্যতম একজন সৎ-নির্ভিক ও সাহসী সাংবাদিক। তিনি দেশ ও জাতির স্বার্থে সত্য কথা লিখে দীর্ঘদিন ধরে কারা অন্তরালে নির্যাতনের শিকার হচ্ছেন। যা একটি গনতান্ত্রিক দেশ ও জাতির জন্য কলংকজনক। বক্তারা আরো বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় আসলে সব সময় বিরোধীদল আর জনগনের উপরে স্বৈরাচারী শাসন ব্যাবস্থা চালায়। এবারও  ক্ষমতা গ্রহনের পর  ব্যতিক্রম হয়নি তার। দেশ জুড়ে সরকার বিরোধীদের উপরে চলছে হামলা মামলা ও নানান নির্যাতন। পুলিশ আর সরকারী দলের ক্যডারদের তান্ডবে ন্যায্য দাবী আদায়ে স্বচ্ছন্দে কোন কর্মসূচী পালন করা যাচ্ছে না দেশ জুড়ে। একটি গণতান্ত্রিক দেশে বর্তমান সরকারের এ অগণতান্ত্রিক আচরনে দেশের মানুষ আজ  অতিষ্ঠ।

বক্তারা আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মতো নির্ভিক ও সৎ সাংবাদিককে মিথ্যা আর ষড়যন্ত্রমূলক মামলায় ৯ মাস ধরে কারাগারে আটক রেখে শারীরিক-মানষিক নির্যাতন চালনোর  প্রতিবাদ ও নিন্দা জানান। সত্য কথা লেখায় একজন নির্ভিক সাংবাদিকের ওপর এ নির্যাতনে শুধু বাংলাদেশ নয়, বিশ্বের অনেক দেশেই তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হলেও টনক নড়েনি এ সরকারের। যা তাদের জন্য অশনি সংকেত। বক্তারা মাহমুদুর রহমানের নামে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং তার নিঃশর্ত মুক্তি দাবি করেন।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বরিশাল শাখার সভাপতি এড. সাখাওয়াত হোসেন জুম্মানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসুচিতে সংগঠনের সম্পাদক ও মহানগর বিএনপির সম্পাদক এড. কামরুল আহসান শাহীন, জেলা আইনজীবী সমিতির নব নির্বাচিত সাধারন সম্পাদক এড. আবুল কালাম আজাদ, দৈনিক আমার দেশ’র বরিশাল ব্যুরো প্রধান জি.এম বাবর আলী, আইনজীবী ফোরামের নেতা এড. এনায়েত হোসেন বাচ্চু, এড. মহসিন মন্টু, এড. আক্তার হোসেন মেবুল, এড. আবুল কালাম ইমন, এড. কাজী বশির, এড. মাহবুবুর রহমান খোকন, এড. মোস্তাফিজুর রহমান বাবু, এড. শেখ জিয়াউর রহমান রুমি, এড. হুমাউন কবীর বাপ্পি ও এড. হাফিজ আহম্মেদ বাবলু সহ বিফুল সংখ্যক আইনজীবীরা মানববন্ধনে অংশগ্রহন করেন।