খোকন আহম্মেদ হীরা, গৌরনদী থেকে ॥ নেশাখোর ছোট ভাই রবিউলকে থানা পুলিশের কাছে সোর্পদ করে এলাকায় বেশ আলোড়ন সৃষ্টি করেছেন বড় ভাই আলমগীর হাওলাদার। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার সকালে বরিশালের গৌরনদী উপজেলার প্রত্যন্ত সাকোকাঠী গ্রামে।
গৌরনদী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ নুরুল ইসলাম জানান, সাকোকাঠী গ্রামের মোতাহার হোসেন হাওলাদারের ছোট পুত্র রবিউল হাওলাদার (২৫) বখাটে বন্ধুদের পাল্লায় পরে দীর্ঘদিন থেকে বিভিন্ন ধরনের নেশা পান করে আসছিলো। নেশার টাকার জন্য রবিউল বিভিন্ন সময় ঘরের মূল্যবান আসবাবপত্র ভাচুরসহ চুরি করে নিয়ে বিক্রি করে দেয়। নেশার টাকার জন্য গত রবিবার রাতে রবিউল ঘরে রাখা জমি বিক্রির ১ লক্ষ ৩৫ হাজার টাকা চুরি করে নেয়। এতে অতিষ্ঠ হয়ে পরিবারের পক্ষ থেকে গতকাল সোমবার সকালে রবিউলের বড় ভাই আলমগীর হাওলাদার ছোট ভাইকে গৌরনদী থানা পুলিশের কাছে সোর্পদ করে।