তোপের মুখে এমপি মনি – সভাপতি-সম্পাদক লাঞ্চিত

সভাপতি ও সাধারন সম্পাদককে আজ মঙ্গলবার দলীয় নেতা-কর্মীরা লাঞ্চিত করেছে। এছাড়া বিক্ষুদ্ধদের তোপের মুখে রয়েছে এমপি মনিরুল ইসলাম মনি। এ ঘটনায় দলের দু’গ্রুপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

জানা গেছে, বেলা ১১টায় উজিরপুর উপজেলা পরিষদে স্থানীয় আ’লীগ দলীয় এমপি মনিরুল ইসলাম মনি’র হাতে ফুলের তোড়া দিয়ে জাতীয় পার্টির কয়েকজন নেতা-কর্মী আ’লীগে যোগদান করেন। যোগদানকারীদের মধ্যে রয়েছে জাতীয় পার্টির নেতা গুঠিয়া ইউপির সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন ও ওটরা ইউনিয়নের দিলীপ খন্দকার। যোগদান অনুষ্ঠান শেষে এই দু’জনকে গুঠিয়া ও ইউপি নির্বাচনের চেয়ারম্যান পদে মনোনয়ন ঘোষনা করেন এমপি মনি। ওই যোগদান অনুষ্ঠানে আ’লীগের একটি গ্র“পকে আমন্ত্রন জানানো হয়নি। এ কারনে উপজেলা পরিষদের সভাকক্ষে ইউপি র্নিাচনের মনোনয়ন প্রসঙ্গে আহুত বৈঠকে হামলা করে বিক্ষুদ্ধরা। তৎসময়ে এমপি মনি বৈঠকে উপিস্থিত ছিলেন না। ক্ষুব্ধরা চেয়ার টেবিল ভাংচুর করে।

এসময় উপজেলা আ’লীগের সভাপতি আবদুল খালেক আজাদ ও সাধারন সম্পাদক এসএম জামাল হোসেনকে অশ্লীল ভাষায় গালাগাল দেয়। দলে সদ্য যোগদানকারীদের ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন ঘোষনা করায় এমপি মনিকেও কটুক্তি করে। হামলাকারীদের মধ্যে রয়েছে উপজেলা শ্রমিকলীগের সভাপতি আনোয়ার হোসেন খান, ছাত্রলীগের সহসভাপতি আনিছুর রহমান, যুবলীগের সম্পাদক রাইসুল ইসলাম ও রফিকুল ইসলাম।

এ বিষয়ে এমপি মনিরুল ইসলাম মনি’র ব্যাক্তিগত সেল ফোনে একাধিকবার ডায়াল করা হলেও রিসিভ করেননি। আ’লীগ সভাপতি আবদুল খালেক আজাদ বলেন অতর্কিতভাবে দলের উশৃঙ্খলকারীরা সভায় হামলা করে।