আর্কাইভ
পীরে কামেল ইয়াকিন শাহ্ মাজারের বাৎসরিক ওরশ

গৌরনদী ॥ বরিশালের গৌরনদী পৌরসভার দক্ষিণ পালরদী এলাকার পীরে কামেল হযরত ইয়াকিন শাহ্র মাজার শরীফের বাৎসরিক
ওরশ ও মাহফিল আজ বুধবার। মাজার শরীফের খাদেম মোঃ বাদল খান জানান, এ উপলক্ষে মাজার প্রাঙ্গনে ধর্মীয় পালাগানের আয়োজন করা হয়েছে। উক্ত পালাগান পরিবেশন করবেন, ঢাকার বিশিষ্ট বাউল শিল্পী বাবুল দেওয়ান ও চন্দ্রা দেওয়ান। উক্ত ওরশ মাহফিলে মাজারের ভক্তবৃন্দদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য আয়োজক কমিটির আহবায়ক ও পৌর কাউন্সিলর নুর আলম সিকদার অনুরোধ জানিয়েছেন।