লামায় ১৮ মায়াননমার নাগরিক আটক : পুশব্যাক

আটক করেছে। আটককৃতরা হলো- মোঃ জলিল (৬৭), মোঃ নুরুল আমিন (১৫), মোঃ রফিক (১৪), মোহাম্মদ রফিক (১৩), মোহাম্মদ নুর (২৭), মোঃ সুলতান (৩০), মোঃ জাফর (৩৫), মোঃ রবি আলম (১৩), মোঃ ছলিম (২৫), মোঃ শফিক রহমান (১৪), মোঃ সৈয়দ নুর (১৬), মোঃ সাকের (১৬), আবদুর রহমান (১৭), মোঃ ইবাদুল্লাহ (১৮), এনায়েত উলস্নাহ (১৩), মোঃ নুর আলম (২২), আবদুল মোনাফ (১৬) ও শাহাব মিয়া (২২)। এরা সকলেই মায়ানমারের আকিয়াব জেলার বুচিদং থানার হাওয়ারবিলের বাসিন্দা বলে পুলিশকে জানিয়েছেন।

জানা গেছে, পার্শবর্তী দেশ মায়ানমারের নাগরিকরা অবৈধভাবে প্রবেশ করে লামার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে; এমন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে লামা থানা এসআই মজিবুর রহমান, মোঃ হাসান ও ওয়াজেদ আলী উপজেলার লামা সদর ইউনিয়নের বৈল্লারচর ও পৌর এলাকায় অভিযান চালায়। এ সময় বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ করে বসবাস করার দায়ে ১৮ জন মায়ানমার নাগরিককে আটক করে। লামা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ হোসাইন জানিয়েছেন, আটককৃতরা প্রয়োাজনীয় কাগজপত্র দেখাতে না পরায় মিয়ানমার নাগরিক নিশ্চিত করে মঙ্গলবার দুপুরে মায়ানমারে পুশব্যাক করার জন্য নাইক্ষ্যংছড়ি বিজিবির ১৫ ব্যাটালিয়নে হস্তান্তর করা হয়েছে।