লিবিয়া : মোর পোলারে ফেরত আইন্না দ্যান

জায়গা জমি যা আছিলো হেইয়া বেইচ্চা পোলাডারে বিদেশ পাঠাইছিলাম। ও আল্লা শ্যাষ পোরর্যন্ত এইয়া আছিলো মোগো কপালে। এ্যার চাইয়া আল্লা তুমি মোরে ক্যান লইয়া গ্যালানা। হুনছি মোর বাপে সাতদিন ধইরা আটকা পইরা না খাইয়া আছে। আমনেরা মোর পোলাডারে ফেরত আইন্না দ্যান” আবেগআপ্লুত হয়ে বিলাপ করে কথাগুলো বলছিলেন লিবিয়ায় আটকা পরা শ্রমিক আবুল খায়ের মোল্লার দিনমজুর পিতা বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের বড় বাশাইল গ্রামের দিনমজুর ওয়াসেল উদ্দিন মোল্লা (৬০)।

জানা গেছে, তার মেঝ পুত্র খায়ের মোল্লা (২৩) গত ৪ পূর্বে বছর বিদেশ নামের সোনার হরিন ধরার জন্য লিবিয়ায় পাড়ি জমিয়ে ছিলেন। গত এক সপ্তাহ ধরে আটকা পরে সেখানে বর্তমানে খায়ের অনাহারে দিনতিপাত করেছেন। মঙ্গলবার রাতে মোবাইল ফোনের মাধ্যমে খায়ের তার পিতাকে বিষয়টি জানানোর পর থেকেই পরিবারের অন্যান্য সদস্যদের মাঝে হতাশা শুরু হয়ে যায়। পুত্রকে দেশে ফিরিয়ে আনার জন্য দিনমজুর ওয়াসেল উদ্দিন ও তার স্বজনেরা ধর্ণা দিচ্ছেন বিভিন্ন স্থানে। গতকাল বুধবার দুপুরে গৌরনদী প্রেসক্লাবে হাজির হয়ে ওয়াসেল ফকির বিলাপ করে কান্নাজুড়ে দেন।

খোঁজ নিয়ে জানা গেছে, শুধু খায়েরই নয় একই অবস্থার লিবিয়ায় আটকা পরে অতিকষ্টে দিনাতিপাত করছেন একই উপজেলার পশ্চিম সুজনকাঠী গ্রামের খলিল মোল্লা, রামদেবেরপাড় গ্রামের শশিভূষণ বৈষ্ণব। তাদের পরিবার ও স্বজনদের মধ্যেও চলছে চরম হতাশা। লিবিয়া থেকে তাদের ফিরিয়ে আনার জন্য ওইসব পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীসহ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।