নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছেন গৌরনদীর সম্ভ্রাব্য প্রার্থীরা

নির্বাচনের আমেজ। বতর্মানে নাওয়া খাওয়া ও ঘুম-নিন্দ্রা বন্ধ করে দিনরাত সমান তালে ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে দোয়া চেয়ে বেড়াচ্ছেন সম্ভ্রাব্য চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত সদস্য প্রার্থীরা। ইতোমধ্যে আওয়ামীলীগের মনোনীত প্রার্থীদের তালিকা প্রায় চুড়ান্ত করা হলেও আনুষ্ঠানিক ভাবে এখনো তা ঘোষনা করা হয়নি। দলের মনোনীত প্রার্থীর পক্ষে একনিষ্ঠ ভাবে কাজ করার লক্ষে ইতোমধ্যে মাহিলাড়া ইউনিয়ন আওয়ামীলীগ ও মহাজোটের উদ্যোগে বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। বিএনপির পক্ষ থেকে এখনো কোন প্রার্থী দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়নি বলে জানিয়েছেন দলের একাধিক র্শীর্ষ নেতারা। সম্প্রতি অনুষ্ঠিত পৌর নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ হওয়ায় ইউনিয়নের সম্ভাব্য প্রার্থীরা আগের চেয়ে এবার বেশি ভোটারমুখী হচ্ছেন। সরকারদলীয় সম্ভ্রাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে অধিকাংশই হচ্ছেন নতুন মুখ। ভোটারদের কাছেও নতুন প্রার্থীদের চাহিদা রয়েছে।

গৌরনদী উপজেলায় মহাজোটের সম্ভ্রাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে যারা ব্যাপক গণসংযোগ করে চলেছেন তারা হলেন-মাহিলাড়া ইউনিয়নে উপজেলা যুবলীগ নেতা সৈকত গুহ পিকলু, চাঁদশী ইউনিয়নে কৃষ্ণ কান্ত দে, বার্থী ইউনিয়নে আব্দুর রাজ্জাক হাওলাদার, বাটাজোর ইউনিয়নে আব্দুর রব হাওলাদার, সরিকল ইউনিয়নে আব্দুল মান্নান মৃধা, খাঞ্জাপুর ইউনিয়নে দুটি কোরাম গঠন করা হয়েছে। একটি কোরামে রয়েছে মহাজোটের ৫ নেতা। অপর কোরামে রয়েছে এক সাবেক ইউপি চেয়ারম্যান। মহাজোটের ওই ৫ জন হলেন-ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মতলেব মাতুব্বর, সাধারন সম্পাদক অখিল চন্দ্র দাস, সাবেক সাংগঠনিক সম্পাদক প্রণব রঞ্জন বাবু দত্ত, আওয়ামীলীগ নেতা আশরাফ হোসেন সরদার ও বিল্টু সাহা। এই পাঁচজনের মধ্য দিয়ে যাকেই মনোনয়ন দেয়া হবে তার পক্ষেই অপর চারজন একত্রিত ভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়ে দলের র্শীর্ষ নেতাদের কাছে আবেদন করেছেন। অপর কোরামে রয়েছে সাবেক ইউপি চেয়ারম্যান নুর আলম সেরনিয়াবাত। এরমধ্যে ওই ইউনিয়নে ব্যাপক গণসংযোগ অব্যাহত রেখেছেন প্রণব রঞ্জ বাবু দত্ত। নলচিড়া ইউনিয়নে গণসংযোগ অব্যাহত রেখেছেন যুবলীগ নেতা গোলাম হাফিজ মৃধা, খোকন মল্লিক ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এইচ.এম শাহজাহান কবীর। এরবাহিরেও সরিকল ইউনিয়নে ব্যাপক গণসংযোগসহ ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে দোয়া প্রার্থী হিসেবে ঘুরে বেড়াচ্ছেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি খন্দকার শাহ আলম মঞ্জু। আগৈলঝাড়ার রাজিহার ইউনিয়নে সরকারী দলের মনোনয়ন প্রত্যাশী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইলিয়াস হোসেন তালুকদার ব্যাপক গণসংযোগ অব্যাহত রেখেছেন। উল্লেখ্য, ঘোষিত তফশিল অনুযায়ী আগামি ৫ মার্চ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ধার্য করা হয়েছে।

রিপোর্ট : খোকন আহম্মেদ হীরা