লিবিয়ায় হামলা মধ্যযুগীয়

Putinসোমবার তিনি বলেন, লিবিয়ায় সামরিক হামলার সমর্থনে জাতিসংঘে অনুমোদিত প্রস্তাবটি মধ্যযুগীয় ধর্মযুদ্ধের ডাক দেওয়ার শামিল। “প্রস্তাবটি ত্রুটিপূর্ণ। এ প্রস্তাব সবকিছুই সমর্থন করে।”

রাশিয়ার একটি ক্ষেপণাস্ত্র কারখানার কর্মীদের এ কথা বলেন পুতিন। শনিবার রাতে লিবিয়ায় ‘অপারেশন ওডেসি ডন’ নামে সামিরক অভিযান শুরু করে পশ্চিমা যৌথবাহিনী। এ বিষয়ে এটিই কোনো রাশিয়ান নেতার প্রথম মন্তব্য। পুতিন বলেন, মুয়াম্মার গাদ্দাফির সরকারের গণতন্ত্রের দিক দিয়ে ঘাটতি রয়েছে, কিন্তু সামরিক হস্তক্ষেপের যৌক্তিকতা নেই।

“যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার প্রবণতা তৈরি হয়েছে।” তিনি বলেন, রাশিয়ার প্রতিরক্ষা ক্ষমতা যে বাড়ানো উচিত তারই ইঙ্গিত দিচ্ছে লিবিয়ার ঘটনা।

লিবিয়ায় উড্ডয়ন-নিষিদ্ধ এলাকা প্রতিষ্ঠা এবং গাদ্দাফি বাহিনীর হাত থেকে লিবিয়ার জনগণকে রক্ষায় ‘প্রয়োজনী সব পদক্ষেপ’ নেওয়ার অনুমতি দিয়ে বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব অনুমোদন হয়। ভেটো দেওয়ার ক্ষমতাসম্পন্ন রাষ্ট্র রাশিয়া ওই প্রস্তাবে ভোট দেয়নি।

Source : BDnews24.com