দু’প্রেমিকের এক প্রেমিকা

গতকাল সোমবার সকালে সদ্য সমাপ্ত এসএসসি পরীক্ষার এক পরীক্ষার্থীকে হত্যার উদ্দেশ্যে এলোপাথারী ছুরিকাঘাত করেছে এক স্কুল ছাত্র ও তার ৭/৮ জন সহযোগীরা।

এ ঘটনায় এলাকাবাসী ধাওয়া করে রক্তমাখা ছুরিসহ ঘটনার মূলহোতাকে আটক করে গণধোলাই দিয়েছে। মুর্মুর্ষ অবস্থায় আহতকে প্রথমে গৌরনদী ও তাৎক্ষনিক বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। থানা পুলিশ আটককৃত স্কুল ছাত্রকে উদ্ধার করতে গিয়ে হাজার-হাজার গ্রামবাসীর রোষানলে পরেন। জনতার গণধোলাইয়ের হাত থেকে আটককৃত স্কুল ছাত্রকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন থানার উপ-পুলিশ পুলিশ পরিদর্শক (এস.আই) মোঃ আসাদ। ঘটনার পর পরই বার্থী গ্রামবাসীর মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পরলে বার্থী এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

গৌরনদী থানার উপ-পুলিশ পরিদর্শক (এস.আই) ওয়াসিম জানান, পশ্চিম বার্থী গ্রামের ফজর আলী মাতুব্বরের পুত্র, সদ্য সমাপ্ত এসএসসি পরীক্ষার্থী ও বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক ছাত্র নাসির মাতুব্বরের (১৮) সাথে একই বিদ্যালয়ের অষ্টম শ্রেনীতে পড়য়া এক ছাত্রীর (১৪) প্রেমের সর্ম্পক চলে আসছিলো। অতিসম্প্রতি তাদের প্রেমের সম্পর্কের বাঁধা হয়ে দাড়ায় সাউদেরখালপাড় গ্রামের মকবুল মোল্লার পুত্র ও একই স্কুলের অষ্টম শ্রেনীর ছাত্র রাসেল মোল্লা (১৫)। রাসেল ওই ছাত্রীর সাথে তার প্রেমের সম্পর্কের দাবি করে নাসিরকে শ্বাসিয়ে দেয়। এনিয়ে রবিবার সন্ধ্যায় বার্থী কলেজ মাঠে বসে নাসির ও রাসেলের মধ্যে বাকবিতন্ডা হয়। এ ঘটনার জেরধরে গতকাল সোমবার সকাল সাড়ে দশটার দিকে রাসেল ও তার ৭/৮ জন সহযোগীরা পূর্ব পরিকল্পিত ভাবে বার্থী স্কুল সংলগ্নস্থানে বসে নাসিরকে ধারালো চাক্কু দিয়ে উপর্যুপরি কুপিয়ে মারাত্মক জখম করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।