বরিশাল বিভাগে গত এক বছরে ৩৩৭ যক্ষা রোগীর মৃত্যু

আজ বুধবার দুপুরে বরিশাল জেলা সিভিল সার্জন অফিসে আয়োজিত এক সংবাদ সন্মেলনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

জাতীয় যক্ষা নিয়ন্ত্রন কর্মসূচী ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আহুত সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা ডেপুটি সিভিল সার্জন আবদুস ছত্তার মিয়া। বক্তব্য রাখেন বরিশাল বক্ষব্যাধি হাসপাতালের কনসালটেন্ট ডাঃ মোখলেচুর রহমান, ডাঃ ইফতেখারুল ইসলাম, ব্রাক সমন্বয়কারী ডাঃ সাইদুল বাশার। দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সন্মেলনে বক্তব্যে বলা হয়েছে যক্ষা দেশের একটি অন্যতম জনস্বাস্থ্য সমস্যা। প্রতি বছর ৩ লাখেরও বেশি লোক যক্ষায় আক্রান্ত হয়। বছরে ৬৫ হাজারেরও বেশি যক্ষা রোগী মৃত্যুবরন করে। বর্তমানে প্রতি ১ লাখ জনসংখ্যায় ১’শ জনের কফে জীবানু রয়েছে এবং সকল ধরনের যক্ষা রোগীর সংখ্যা ২২৩ জন। অর্থ্যাৎ প্রতি লাখের মধ্যে বছরে ৪৫ জন রোগী মারা যায়।

লিখিত বক্তব্যে বলা হয় বরিশাল বিভাগে সিটি কর্পোরেশনসহ ৬ জেলার ৪০টি উপজেলায় সরকারের স্বাস্থ্য বিভাগের সাথে ব্রাক ও নাটাব কাজ করছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, সদর হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল বক্ষব্যাধি ক্লিনিক পেরিফেরাল র‌্যাবরেটরীসহ মোট ৮০টি ল্যাবরেটরীতে নিয়মিত বিনামূল্যে কফ পরীক্ষা ও চিকিৎসা প্রদান করা হচ্ছে। তাছাড়া  ১ হাজার ৮৪টি আউটরিচ কেন্দ্রে কফ সংগ্রহ করে রোগী চিহ্নিত করা হচ্ছে।