কালকিনিতে মোবাইল ফোনে ডেকে নিয়ে যুবককে খুন

ঘটনাটি ঘটেছে মাদারীপুরের কালকিনি উপজেলার এনায়েতনগর ইউপির মৌলভীকান্দি গ্রামে গতকাল বুধবার রাতে। খবর পেয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ র‌্যাব ও ডিবি পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নিহতের বড় ভাই হাকিম সরদার জানান, ‘রাত ২টায় আমার শরীর অসুস্থ্য হলে খালেকের হাটে কালামকে নিয়ে ডাক্তারের কাছে যাই। চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে হঠাৎ ওর মোবাইলে ফোন আসে। হাট থেকে ২লিটার সেভেন আপ নিয়ে  কোথায় যাবে তা না বলে চলে যায়। সকালে কালাই কাজীর ভিটায় তার লাশ পাওয়া যায়’। স্থানীয়রা জানায়, কালাম সরদার জুয়াড়ীদের টাকা সুদে দিতো। এই সুদের টাকাই ছিল তার আয়ের মূল মাধ্যম। ঘটনার দিনও পাশ্ববর্তী বীনার ভিটায় জুয়া খেলা চলছিল। তার খুনের পিছনে জুয়াড়ীরাই জড়িত থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে। তবে তাকে পূর্ব শত্র“তার জের ধরে প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে খুন করেছে বলে তার পরিবারের অভিযোগ।

পুলিশ সূত্রে জানা গেছে, কালাই কাজীর ভিটায় লাশ পরে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে জানায়। খবর পেয়ে জেলা প্রশাসক শশী কুমার শিংহ, পুলিশ সুপার সরদার মোঃ তমিজ উদ্দিন আহম্মেদ, র‌্যাব, জেলার বিশেষ গোয়েন্দা শাখা (ডিবি) ও কালকিনি থানার পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

কালকিনি থানার অফিসার ইনচার্জ এ কে এম শাহীন মন্ডল জানান, ‘গলায় মাফলার পেচিয়ে তাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। অভিযোগ পেলে তদন্ত করে খুনের রহস্য উৎঘাটন করা হবে’।