ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইয়াং প্রার্থীদের জয়জয়কার

মেয়াদোর্ত্তীন ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচনের দিন যতোই ঘনিয়ে আসছে ততোই এসব ইউনিয়নে ইয়াং চেয়ারম্যান পদপ্রার্থীদের জয়জয়কার শুরু হয়েছে। ভোটারদের কাছে প্রবীন প্রার্থীদের চেয়ে নবীন ও ইয়াং প্রার্থীদের কদর বেড়ে গেছে অনেকগুন।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার মাহিলাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও উপজেলা যুবলীগ নেতা সৈকত গুহ পিকলু-আনারস। তরুন সমাজসেবক ও ইয়াং চেয়ারম্যান প্রার্থী হিসেবে পিকলুর জনসমর্থন সবার ওপরে। খাঞ্জাপুর ইউনিয়নে ইয়াং ও নবীন চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মাঠ সরগরম করে রেখেছেন ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রণব রঞ্জন বাবু দত্ত-দেয়াল ঘড়ি। ভোটারদের কাছে বাবু দত্তের যথেষ্ট চাহিদা রয়েছে। বার্থী ইউনিয়নে ইয়াং চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাঠ চষে বেড়াচ্ছেন উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মোঃ আনিসুর রহমান আনিস-দোয়াত কলম। আনিসের প্রতি সাধারন ভোটারদের জনসমর্থন ক্রমেই বেড়ে চলেছে। চাঁদশী ইউনিয়নে উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি কৃষ্ণ কান্ত দে-দেয়াল ঘড়ি। ভোটারদের জনসমর্থনে কৃষ্ণ কান্ত এগিয়ে রয়েছেন। নলচিড়া ইউনিয়নে উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক গোলাম হাফিজ মৃধা-আনারস। বাটাজোর ইউনিয়নে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এস.এম শহিদুল হক সাঈদ-তালা। সরিকল ইউনিয়নে উপজেলা বিএনপির সহসভাপতি মঞ্জুর হোসেন মিলন-কাপ পিরিচ ভোটারদের সমর্থনে এগিয়ে রয়েছেন। এছাড়াও ইংয়া ও নবীন প্রার্থী হিসেবে আগৈলঝাড়ার গৈলা ইউনিয়নে উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শোয়েব ইমতিয়াজ লিমন-দোয়াত কলম, রত্মপুর ইউনিয়নে সাংবাদিক প্রবীর বিশ্বাস ননী-তালা, বামরাইল ইউনিয়নে তরুন সমাজ সেবক ও বিশিষ্ট দানবীর মোঃ ইউসুব হাওলাদার-গরুর গাড়ি প্রতীক নিয়ে ভোটারদের জনসমর্থনে এগিয়ে রয়েছেন।