দেড়কেজি ওজনের পিতলের বিষ্ণু মুর্তি উদ্ধার

ব্যবসায়ী লিটন সরদারের বাড়ি থেকে থানা পুলিশ গতকাল বৃহস্পতিবার বিকেলে দেড়কেজি ওজনের একটি বিষ্ণু মুর্তি উদ্ধার করেছে।

পুলিশ জানায়, ওই গ্রামের কাঞ্চন সরদারের পুত্র লিটন সরদারের কাঠের পুরনো ঘর ভেঙ্গে বিল্ডিং করার জন্য নির্মান শ্রমিক দিয়ে ঘরের মাটি খোঁড়ার কাজ শুরং করেন। গতকাল বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে মাটি খোঁড়ার একপর্যায়ে ঘরের মধ্যকার মাটির নিচে নির্মান শ্রমিকেরা একটি বিষ্ণু মুর্তি পান। মুর্তিটি পরীক্ষা করার পূর্বেই মুহুর্তের মধ্যে স্বর্ণের মুর্তি পাওয়া গেছে বলে এলাকায় খবর ছড়িয়ে পরে। খবর পেয়ে শত শত উৎসুক গ্রামবাসী একনজর মুর্তিটি দেখার জন্য ওই বাড়িতে ভীড় জমায়। এখর পেয়ে গৌরনদী থানা পুলিশ বিকেলে ঘটনাস্থলে পৌঁছে মুর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় স্বর্ণকার দিয়ে পরীক্ষা নিরিক্ষা করে জানা যায় উদ্ধারকৃত বিষ্ণু মুর্তিটি পিতলের। তবে মুর্তিটির ওজন প্রায় দেড় কেজি।