গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের বাঘমাড়া গ্রামের ইলিয়াস হাওলাদারের জুয়ার আসরে এলাকাবাশী বাধা দেয়ায় সংঘর্ষে ৩ এলাকাবাশীসহ ৫ জন আহত হয়েছে।
আহত সূত্রে জানাগেছে, গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের বাঘমারা গ্রামে অনেক দিন ধরে প্রভাবশালীদের ছত্র ছায়ায় প্রকাশ্যে জুয়ার আসর চালিয়ে আসছিল। এলাকার লোকজন জুয়ার আসর বন্ধের জন্য অনেকবার বলার পরও ইলিয়াস হাং জুয়ার আসর চালিয়ে জাচ্ছিল। এলাকাবাশী ক্ষিপ্ত হয়ে জোট বেধে গত সোমবার বিকেলে তার জুয়ার আসরে হামলা চালায় এবং পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌছার আগেই উভয় গ্র“পের মধ্যে ৫জন আহত হয়। আহতরা হল বাবুল খান (২৫), মিজান মৃধা (৩৫) মোখলেস হাং (৪৫) সহ জুয়ারী ইলিয়াস হাং (২৬) সেলিমা বিবি (৩২) আহত হয়। আহতরা গৌরনদীর বিভিন্ন জায়গা থেকে প্রাথমিক চিকিৎসা গ্রহন করে। এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাশী শুত্রে জানাগেছে জুয়ারী ইলিয়াস পুনরায় হামলার প্রস্তুতি নিচ্ছে । গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানায়, এব্যপারে আমাদের কাছে লিখিত কোন অভিযোগ আসেনি তার পরেও আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখব।