সওজ’র নির্দেশ উপেক্ষা করে নিন্মমানের সামগ্রী দিয়ে কাজ

ঠিকাদার প্রতিষ্ঠান নিুমানের নির্মান সামগ্রী দিয়ে সড়কে কাজ করার অভিযোগ পাওয়া গেছে। জানাগেছে, ২০১০ সালে উপজেলা সদর থেকে মাগুরা পর্যন্ত সড়কের পার্শ্ব বর্ধিত করণের কাজ পায় বরিশালের কোহিনুর এন্টার প্রাইজ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। প্রথম পর্যায় ১৫ লক্ষ টাকার কাজ শেষ হলেও দ্বিতীয় পর্যায়ের ৪২ লক্ষ টাকার কাজ বর্তমানে চলমান রয়েছে। কাজটি ঠিকাদারী প্রতিষ্ঠান থেকে কিনে করছেন রতন মিয়া নামের জনৈক ব্যক্তি। বর্তমানে এ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করছে ওই ব্যক্তি। কাজটির তদারকির দায়িত্বে রয়েছেন সড়ক ও জনপথ বিভাগের এসও শিশির কুমার বড়াল। নিম্ন মানের সামগ্রী দিয়ে কাজ করার অভিযোগে প্রথম পর্যায়ে ঠিকাদারী প্রতিষ্ঠানের কাজ স্থগিত করে দেয়া হলেও পরবর্তীতে ভাল মানের খোয়া দিয়ে কাজ করার প্রতিশ্র“তি দিয়ে কাজ শুরু করলেও বর্তমানে নিম্ন মানের খোয়া দিয়েই কাজ করছে রতন মিয়া। এ ব্যাপারে এসও শিশির কুমার বড়াল সাংবাদিকদের জানান, আমি এবং আমার উদ্ধতন কর্মকর্তা গিয়ে নিম্ন মানের খোয়া দেখে কাজ স্থগিত করে দেই। ভাল খোয়া দিয়ে তারা কাজ করবে বলে প্রতিশ্রুতি দেয়। বর্তমানে কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করে রতন মিয়া নিম্ন মানের  সামগ্রী নির্মান দিয়েই কাজ চালাচ্ছে।