দেশের উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম

দেখে মনে হচ্ছে আমরা এখন আর পিছিয়ে নেই। সংবাদকর্মীদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করতে হবে। ঢাকার বাহিরের সংবাদ কর্মীরা বরাবরেই উপেক্ষিত। সকল পত্রিকার মালিকদের ঢাকার বাহিরের  সংবাদকর্মীদের কথা বিবেচনা করা উচিত। বরাবরের ন্যায় গৌরনদীর সংবাদকর্মীরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রেরনে এগিয়ে রয়েছেন। গতকাল শুক্রবার সকালে বরিশালের গৌরনদীর সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় উল্লেখিত কথাগুলো বলেছেন দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত।

স্থানীয় প্রেসক্লাবে মিলনায়তনে সকাল দশটায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রেসক্লাব সভাপতি মোঃ আসাদুজ্জামান রিপনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গৌরনদী পৌরসভার মেয়র মোঃ হারিছুর রহমান হারিছ, গৌরনদী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ নুরুল ইসলাম-পিপিএম, ভোরের কাগজের বিজ্ঞাপন ম্যানেজার আব্দুর রাজ্জাক, সার্কুলেশন ম্যানেজার তসলিম চৌধুরী, প্রসাশনিক কর্মকর্তা সুজন নন্দি, বিজ্ঞাপন সংস্থার স্বত্তাধীকারি মনির হোসেন, ষ্টাফ রির্পোটার খোন্দকার কাওসার হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি জহুরুল ইসলাম জহির, খোন্দকার মনিরুজ্জামান মনির, সাবেক সম্পাদক মোঃ জামাল উদ্দিন, ভোরের কাগজের গৌরনদী প্রতিনিধি সঞ্জয় কুমার পাল, আগৈলঝাড়া প্রতিনিধি ফেরদৌস মোল্লা বাবু প্রমুখ।