অপেক্ষা – দিদার সরদার

পলাশ শিমুল আর কৃষ্ণচূড়া

রফিক সালাম বরকম তোমার হেরে যাবে না যেতে পারে না

৭১মা আজও কাঁদে

ফিরে পায় মা ৪০বছর পর শহীদ সন্নানে সমাধী

সন্তানের জন্ম দেখেনি বাবা

ক্লান্ত মা বেঁচে আছে আজও অনাহারে অর্ধাহারে।

তবুও অপেক্ষা একদিন ফিরে আসবেই

আমার মুক্তিযোদ্ধা স্বামী সুজন

ও মরতে পারে না, মরবে না

আমাকে কথা দিয়েছে ওর সন্তান হবে বিচারক

তোমরা দেখো ফিরে আসবেই।

গনতন্ত্র-বিচার-স্বাধীনতা-মুক্তিযোদ্ধা আর আদালত

সবাই এখন চোখবুজে স্বপ্ন দেখেছে?

আমি কার আমার না হে প্রভু

ফিরিয়ে দাও আমাদের অধিকার

এইদেশ আমাদের যারা নয়টি মাস যুদ্ধ করে

ফিরে পেয়েছে লাল সবুজ পতাকা

একটি বাংলাদেশ।

ঘৃনা কর সবে ঘৃনা

যারা স্বাধীন দেশের অসহায় মানুষের রক্ত চুষে খায়

আর গনতন্ত্র বলে শ্লোগান দেয়।