ইউপি চেয়ারম্যান প্রার্থীর ভুড়িভোজ নিয়ে তোলপাড়!

কব্জায় নিতে শুক্রবার দুপুরে স্থানীয় এক আ’লীগ নেতা কয়েক হাজার নারী-পুরুষকে ভুড়ি ভোজ  করালেন। খবর পেয়ে প্রশাসন ঘটনাস্থলে গেলে নির্বাচনী ভুড়িভোজকে জন্মদিনের অনুষ্ঠান হিসাবে চাউর ঘটনানো হচ্ছে। তাৎক্ষনিক চেয়ারম্যান প্রার্থী গা ঢাকা দেন। এ ঘটনায় গোটা এলাকা ও তার আশপাশে তোলপাড় চলছে।

জানা গেছে, জাগুয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক মোস্তাক আলম চৌধুরী। তফসিল ঘোষনার পর থেকেই তিনি নির্বাচনী আচরন বিধি ভঙ্গ করে আসছেন। এ বিষয়ে অন্যান্য প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা ক্ষুদ্ধ ক্ষোভ প্রকাশ করছেন। মোস্তাক আলম চৌধুরী প্রত্যহ  যুবলীগ ও ছাত্রলীগ ক্যাডারদের সঙ্গে নিয়ে মটরসাইকেল শোডাউন দিচ্ছেন। মোস্তাকের দেদারসে কালো টাকা ছড়িয়ে ভোট কিনছে। প্রতিপক্ষ প্রার্থী নুরে আলম চুন্নু ও ফজলুর রহমানের সমর্থকদের হুমকী ধামকী দেয়া হচ্ছে। বিশেষ করে শুক্রবার দুপুরে ঢাক ঢোল পিটিয়ে চেয়ারম্যান প্রার্থী মোস্তাক এলাকাবাসীদের জন্য ভুড়ি ভোজের আয়োজন করে। সেখানে ইউনিয়নের সকল ওয়ার্ড থেকে লোকজন চুন্ডিপুর ভুড়িভোজে অংশ গ্রহন করেছেন। পাশাপাশি ভুড়িভোজ অনুষ্ঠানে মোস্তাক আলম চৌধুরীর দোয়াত কলম প্রতীকে ভোট প্রার্থনা ও তাকে জয়ী করতে সকলকে কাজ করতে বলা হয়েছে। অনুষ্ঠানে মোস্তাক সমর্থিত সকলেই উপস্থিত ছিলেন।
ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক তারেকের বাসভবনে সামনে এ ভুড়িভোজের আয়োজন করেছে। খবর পেয়ে বরিশাল কোতোয়ালী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে যায়। কিন্তু পুলিশ সদস্যরা ম্যানেজ প্রক্রিয়ায় ফিরে আসে।

চেয়ারম্যান প্রার্থী মোস্তাক আলম চৌধূরী বলেন, এটা আসলে ভুড়িভোজ নয়। আমার ভাগ্নে তারেকের ছেলের জন্ম দিনের অনুষ্ঠানে আপ্যায়নের ব্যাবস্থা করা হয়েছে। ইউনিয়ন আ’লীগের সভাপতি রুস্তম আলী ফরাজী বলেন, অনেক বড় বড় সাংবাদিকরা আমার বন্ধু। তিনি প্রশ্ন রেখে বলেন নির্বাচনের সময় কি দাওয়াত করে কাউকে খাওয়ানোও যাবে না। এখানে পুলিশও এসেছিল। তিনি বলেন এটা লেখার মত কিছু না। কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক মাহবুবুর রহমান বলেন ভুড়িভোজের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। তবে তারা বলছে এটা জন্মদিনের অনুষ্ঠান।

বরিশাল বিভাগীয় উপ-নির্বাচন কমিশনার মোঃ মনিরুল ইসলাম বলেন, কোন প্রার্থীর পক্ষ থেকে ভুড়ি ভোজের আয়োজন করা অবৈধ। ভুড়ি ভোজের অনুষ্ঠান হলে নির্বাচনী বিধি লংঘন হবে। তিনি আরো বলেন অভিযোগ হাতে পাওয়ার পর যথাযথ ব্যাবস্থা নেয়া হবে। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী নুরে আলম চান্নু বলেন নির্বাচনী বিধি ভঙ্গ করে মোস্তাক আলম চৌধুরী ভুড়িভোজের অনুষ্ঠান করেছে। তিনি আরো বলেন মোস্তাক আলম শুরু থেকেই নির্বাচনী আচরন বিধি লংঘন করে আসছেন।