চেয়ারম্যান প্রার্থীদের গণসংযোগ ও উঠান বৈঠক

প্রার্থী আনিসুর রহমান আনিস, চাঁদশী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী কৃষ্ণকান্ত দে, মাহিলাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সৈকত গুহ পিকলু, বামরাইল ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও তরুন সমাজসেবক ইউসুব হাওলাদার, সরিকল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মনজুর হোসেন মিলন, নলচিড়া ইউনিয়নের এইচ.এম শাহজাহান কবীর গতকাল তাদের নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন। বামরাইল ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ইউসুব হাওলাদারের গরুর গাড়ি মার্কার সমর্থনে গণসংযোগ করেছেন সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক তালুকদার, শ্রমিক নেতা মোঃ শাহ আলম, বিশিষ্ট সাংবাদিক শামশুল আলম জুলফিকার, সমাজসেবক নাসিম হাওলাদার, আব্দুর রব শিকারী। তারা তাদের নির্বাচনী এলাকার বিভিন্ন গ্রামের ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে গরুর গাড়ি মার্কায় ভোট প্রার্থনা করেন।

চেয়ারম্যান প্রার্থী ইউসুব হাওলাদার অভিযোগ করেন, প্রতিপক্ষ কতিপয় চেয়ারম্যান প্রার্থীর সমর্থক ও ক্যাডাররা তার সমর্থক উজিরপুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক তালুকদার ও বিশিষ্ট সাংবাদিক শামশুল আলম জুলফিকারকে নানা ধরনের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি অব্যাহত রেখেছে। এছাড়াও এক চেয়ারম্যান প্রার্থীর সমর্থনে নির্বাচনী এলাকায় নিষিদ্ধ ঘোষিত সর্বহারা সদস্য ও বহিরাগত সন্ত্রাসীদের এনে সাধারন ভোটারদের নানা ধরনের ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। হস্তিশুন্ড এলাকার চিহ্নিত ক্যাডার সাইদুল বেপারী, নজরুল ইসলাম, আটিপাড়ার নুরু হাওলাদার ও মিজান সরদার ইতোমধ্যে হস্তিশুন্ড, বামরাইল ও কালীহাতা ভোটকেন্দ্র দখলের জন্য নানামুখী ষড়যন্ত্র অব্যাহত রেখেছে বলেও তিনি উল্লেখ করেন। এ ব্যাপারে তিনি প্রয়োজনী ব্যবস্থা গ্রহনের জন্য স্থানীয় প্রসাশনের কাছে জোড় দাবি জানিয়েছেন।